Advertisement
E-Paper

‘নাই নাই ভয়, হবে হবে জয়...’, রবীন্দ্রজয়ন্তীতে সেনাবাহিনীর জন্য শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

শুক্রবার রবীন্দ্র সদনে তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘যাঁরা সেনাবাহিনীতে রয়েছেন, আমাদের জন্য লড়াই করছেন, মাতৃভূমিকে রক্ষা করছেন, তাঁদের সকলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শুভেচ্ছা জানাচ্ছি।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৮:৪৭
Mamata Banerjee

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার এবং পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের পরে উদ্ভুত পরিস্থিতিতে দেশের সেনাবাহিনীর জন্য শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রবীন্দ্র সদনে তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘যাঁরা সেনাবাহিনীতে রয়েছেন, আমাদের জন্য লড়াই করছেন, মাতৃভূমিকে রক্ষা করছেন, তাঁদের সকলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শুভেচ্ছা জানাচ্ছি।’’ রবীন্দ্রনাথের লেখা উদ্ধৃত করে সেনার উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন, ‘নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার...’, অথবা ‘আমি ভয় করব না ভয় করব না। দু’বেলা মরার আগে মরব না, ভাই মরব না’।’’

শুক্রবার রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘শুধু ২৫শে বৈশাখ নয়, প্রতিদিনই আমরা তাঁকে স্মরণ করি। আমাদের দিশায়, আমাদের ভাষায়, আমাদের আশায়— সব কিছুতেই তিনি! সারা বিশ্ব তাঁর সৃষ্টির আলোকে আলোকিত।’’ একই কথা তিনি বলেন রবীন্দ্র সদনে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান থেকেও। তাঁর কথায়, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। আমাদের সকাল-বিকেল, সন্ধ্যা-নিশীথ রাত, আমাদের দুর্যোগ থেকে দুর্ভোগ, সুখ থেকে দুঃখ, সব কিছুতেই বিশ্বকবির কাছ থেকে কিছু না কিছু শিক্ষা পাই।’’

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্র সদনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্র সদনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

যদিও বর্তমানে বাঙালির রবীন্দ্রচর্চা কমে আসছে বলেও আক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্রচর্চা করি বটে, কিন্তু অন্যান্য দিনে তাঁর চর্চা কমিয়ে দিয়েছি। এগুলো খারাপ লাগে। এমনকি সিরিয়ালগুলিতেও দেখি...।’’ তাঁর সংযোজন, ‘‘প্রত্যেক রাজ্যের নিজস্ব ভাষা-সংস্কৃতি আছে। সবাইকে নিয়ে চলা, সবাইকে সম্মান দেওয়ার শিক্ষাই আমরা কবিগুরুর কাছ থেকে পাই।’’

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রী ইন্দ্রনীল সেন থেকে বাবুল সুপ্রিয়-সহ বাংলার অনেক শিল্পী রবীন্দ্রজয়ন্তীতে সঙ্গীত পরিবেশন করেন। মমতা বলেন, ‘‘দেশ ভাল থাক, মানুষ ভাল থাক। এই সময়ে এটাই আমাদের প্রার্থনা।’’

পরে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন,‘‘জীবনের প্রতিটি পর্যায়ে তাঁর পরশমণির ছোঁয়া আমরা অনুভব করি। তিনি বুঝিয়েছেন, বিভেদ নয়, সমস্ত মানবসভ্যতা একটি মন্ত্রেই উজ্জীবিত হোক, তা হল— একতা। তাঁর দেওয়া শিক্ষা আজও সমাজের কাছে পাথেয়। আজ, এই বিশ্ববন্দিত শ্রেষ্ঠ মনীষীর জন্মজয়ন্তীতে ‘কবিপ্রণাম’ অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলাম। তাঁর আদর্শ, চিন্তাধারা, চেতনা রাজ্য এবং দেশের সীমানা অতিক্রম করে আরও গভীরভাবে প্রোথিত হোক বিশ্ববাসীর মননে; কবিগুরুর জন্মদিনে এই আমাদের অঙ্গীকার।’’

CM Mamata Banerjee Rabindra Jayanti Indian Army India Pakistan Tension Operation Sindoor Pahalgam Incident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy