Advertisement
E-Paper

নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিতপুজো ডিসেম্বরেই, শুরু হয়ে যাবে নির্মাণকাজ, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

২১ জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন নির্মাণ করার কথা ঘোষণা করেছিলেন মমতা। অগস্টের দ্বিতীয় সপ্তাহে সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। দরপত্র ডেকে কাজ শুরু করে দেয় হিডকো। সেই দরপত্রের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার জানান মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৬:২৭
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

নির্মাণের প্রাথমিক কাজ শেষ হয়ে গিয়েছে। ডিসেম্বরেই নিউ টাউনে শুরু হয়ে যাবে দুর্গা অঙ্গনের কাজ। মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার জগন্নাথ মন্দিরের মতো এই দুর্গা অঙ্গন নির্মাণের দায়িত্বে রয়েছে আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ (হিডকো)। হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সময় নিয়ে ডিসেম্বরে কোনও একটা দিন হবে ভিতপুজো। আনুষ্ঠানিক ভাবে মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে যাবে।

দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দিরের জন্য জমি চিহ্নিত হয়েছে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মমতা। অগস্টের দ্বিতীয় সপ্তাহে সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। জমি চিহ্নিত করা হয়। দরপত্র ডেকে কাজ শুরু করে দেয় হিডকো। সেই দরপত্রের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ডিসেম্বরেই কাজ শুরু হবে।’’

গত ১৪ বছরে তাঁর সরকার কী কী উন্নয়ন এবং জনকল্যাণের কাজ করেছে, মঙ্গলবার নবান্নে তার খতিয়ান পেশ করেন মমতা। তখনই এই দুর্গা অঙ্গনের কাজ শুরুর ঘোষণাও করেন।

নিউ টাউনে ইকো পার্কের অদূরে, যেখানে রামকৃষ্ণ মিশনের জমি রয়েছে, তার ঠিক পাশেই মাথা তুলতে চলেছে মুখ্যমন্ত্রী মমতার মস্তিষ্কপ্রসূত এই মন্দির। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়ার পরে গত ২২ অগস্ট দরপত্র আহ্বান করে হিডকো। তাতে আনুমানিক খরচ (এস্টিমেটেড অ্যামাউন্ট) ধার্য করা হয় ২৬১ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৩০৪ টাকা। দরপত্রে সময়সীমাও ধার্য করে দেওয়া হয়। তাতে বলা হয়, অঙ্গীকারের দিন থেকে ২৪ মাস অর্থাৎ দু’বছরের মধ্যে দুর্গা অঙ্গন নির্মাণের কাজ শেষ করতে হবে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। মমতা দাবি করেছেন, গত বারের থেকে বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় ফিরবে। তা বাস্তবায়িত হলে এবং বড় কোনও রাজনৈতিক ওলটপালট না-হলে ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে দুর্গা অঙ্গনের কাজ শেষ হওয়ার কথা।

গত দেড় দশকের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট প্রায় একচ্ছত্র ভাবে ঝুলিতে ভরছে তৃণমূল। সেই সূত্রেই তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করে বিজেপি। তাদের কৌশল, তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করে হিন্দুভোটকে একত্রিত করা। সাম্প্রতিক কালে সরাসরিই সেই কাজ করছে তারা। সেই প্রেক্ষিতে রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, বিজেপির হিন্দুত্বের অস্ত্রকে ভোঁতা করার কৌশল হিসাবেই মমতা দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন। এখন তৈরি হচ্ছে দুর্গা অঙ্গন। যদিও মমতা বার বার বলেছেন, তিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন। সেই দর্শন থেকেই এই কাজ করছেন তিনি।

Durga Angan Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy