Advertisement
০৫ মে ২০২৪
Mamata Banerjee

ক’টা ২০০০ টাকার নোট মিলল মমতার অফিস এবং বাড়িতে?

শনিবার শালবনিতে তৃণমূলের নবজোয়ার সভায় এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই ঘোষণার পরেই তিনি বাড়ির সকলকে ২,০০০ টাকার নোট খোঁজার পরামর্শ দিয়েছিলেন।

Image of Mamata Banerjee

তাঁর বাড়ি এবং অফিস থেকে ক’টা ২,০০০ টাকার নোট মিলেছে, তা-ও জানান বাংলার মুখ্যমন্ত্রী। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শালবনি শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ২০:১১
Share: Save:

২০১৬ সালে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে প্রতিবাদে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তা নিয়ে ফের কটাক্ষ করেছেন মমতা। সিদ্ধান্তের নেপথ্যের কারণ নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

শনিবার শালবনিতে তৃণমূলের নবজোয়ার সভায় এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই ঘোষণার পরেই তিনি বাড়ির সকলকে ২,০০০ টাকার নোট খোঁজার পরামর্শ দিয়েছিলেন। সব খুঁজে তাঁর বাড়ি এবং অফিস থেকে ক’টা ২,০০০ টাকার নোট মিলেছে, তা-ও জানান বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘আজ আবার নোটবদল কেন? সংশয় লাগছে, কোনও রাজনৈতিক দল মজুত করছে! ইশারা কাফি (যথেষ্ট)।’’ তাঁর কথায়, ‘‘দেশের সব থেকে বড় কুমির কে, সবাই জানেন।’’

তবে এই নোট তুলে নেওয়ার কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি বেড়েছে, তা-ও জানান মমতা। তিনি জানান, নোট তুলে নেওয়ার খবর পেয়ে বাড়ির লোকজনকে তিনি ২,০০০ টাকার নোট খুঁজে দেখতে বলেন। মমতার কথায়, ‘‘যখন ২,০০০ টাকার নোট বাতিল করল, তখন বাড়ির লোককে বলি, এই দেখ দেখ, কার কাছে ক’টা ২,০০০ টাকার নোট রয়েছে।’’ এর পর মুখ্যমন্ত্রী নিজেও দফতর এবং বাড়িতে ২,০০০ টাকার নোট খুঁজে দেখেন। তাঁর কথায়, ‘‘আমি আমার বাড়ি এবং অফিস খুঁজলাম। ৪টে-৪টে মোট ৮টা নোট পেলাম।’’

মমতা এত বড় অঙ্কের নোট ছাপার প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, ‘‘এত বড় নোট দিয়ে কী করা হবে?’’ তিনি যে ছোট নোটের পক্ষে, তা জানিয়ে মমতা বলেন, ‘‘আমরা ছোট নোট ব্যবহার করি। বড় নোট ব্যবহার করি না। আপনি কি ২,০০০ টাকার নোট নিয়ে এক আঁটি শাক কিনতে যাবেন? নাকি বিজেপির পতাকা কিনতে যাবেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Note Ban
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE