এই মুহূর্তে রাজ্য সরকারের চালু প্রকল্পের সংখ্যা কত!
তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী বা জনপ্রতিনিধিদের অনেকেই হাতে গোনা শুরু করে দু’আঙুলে পৌঁছতে পারেন না। সংখ্যাটি ৯৭ শুনে শাসক দলেরই কেউ কেউ তো অবাক হন। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, গত ১৫ বছরে উন্নয়নের প্রায় ৯৯ শতাংশ কাজ সেরে ফেলেছেন তিনি। এই অন্ধকার দূর করতে কলম ধরেছেন মমতাই।
সম্প্রতি দলের সাংসদ, বিধায়কদের কাছে তৃণমূল নেত্রীর লেখা সেই বই পাঠানো হয়েছে। এ বই দলের প্রচারে ‘দিদির কীর্তি’কে সামনে রাখতেই তৈরি। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাসের কথায়, ‘‘রাজনৈতিক আন্দোলনের সাফল্য মমতাদি’র কাজের এক উল্লেখযোগ্য পর্ব। আবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এবং রাজ্য সরকারের প্রধান হিসেবেও অসংখ্য কাজ করেছেন তিনি। সেই অতীতকে মনে করিয়ে দেওয়া একটা জরুরি রাজনৈতিক কাজ।’’
বেশ মোটা এই বইয়ে ছাত্রাবস্থা থেকে রাজনৈতিক আন্দোলনে নিজের ভূমিকার কথা জানিয়েছেন মমতা। কংগ্রেসের সাংসদ থেকে মন্ত্রিত্ব, তাঁর সেই সংসদীয় জীবনে রাজ্যবাসীর জন্য তিনি যা করেছেন, তার বিবরণ দিয়েছেন তৃণমূল নেত্রী। এই বই লেখার উদ্দেশ্য সম্পর্কে মমতা লিখেছেন, ‘অনেক দিন ধরেই অনেকের অনুরোধ শুনছিলাম, ‘দিদি, আপনি তো জীবনে অনেক কাজ করেছেন। তার কিছুটাও যদি নিজের মতো করে লিপিবদ্ধ করেন, তা হলে বিশদে আপনার কাজের কথা জানতে পারি।’ মমতা লিখেছেন, তিনি বরাবরই ‘প্রচারবিমুখ’। তবু নেতিবাচক প্রচারের জবাব হিসেবেই নিজের কাজের ধারাবিবরণী দিতেই এই বইটি লিখেছেন তিনি।
আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। তার আগে প্রথম বার সাংসদ হয়ে রাজ্যের উদ্বাস্তুদের জমির মালিকানা দেওয়ায় নিজের ভূমিকার কথা সবিস্তার উল্লেখ করতে ভোলেননি মমতা। সেই পর্বে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সহযোগিতার কথাও জানিয়েছেন তিনি। রেলমন্ত্রী হিসেবে রাজ্যের জন্য তিনি কী প্রকল্প এনেছেন, তারও দীর্ঘ বর্ণনা রয়েছে। এসেছে রাজ্যের জমি আন্দোলনের কথাও। তার পরেই মুখ্যমন্ত্রী হিসেবে চালু করা প্রকল্পগুলির বিস্তারিত ছাপা হয়েছে এই বইয়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)