দেশ তথা রাজ্যবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও এক বার বার্তা দিলেন সংবিধান ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার গ্রহণের। সঙ্গে স্মরণ করিয়ে দিলেন প্রাচীন প্রবাদ— ‘চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূলমন্ত্র!’
সোমবার সকালে রেড রোডে অনুষ্ঠিত হয়েছে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা, রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রমুখ। কুচকাওয়াজে অংশগ্রহণ করে ভারতীয় সেনার একাধিক ব্যাটালিয়ন। চলতি বছরে রেড রোডে কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ ছিল সেনার ভৈরব ব্যাটালিয়নের অংশগ্রহণ। পাশাপাশি, কলকাতা পুলিশের সার্জেন্টদের বাইকও অংশগ্রহণ করে কুচকাওয়াজে। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যকে সম্মান জানিয়ে সেনার অত্যাধুনিক রকেট লঞ্চার সিস্টেম ‘সূর্যাস্ত্র’ প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে অংশগ্রহণ করে রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও।
আরও পড়ুন:
অনুষ্ঠানের আগেই সমাজমাধ্যম এক্স-এ পোস্ট করে রাজ্যবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান মমতা। স্মরণ করিয়ে দেন সংবিধান রক্ষার শপথের কথা। মমতা লেখেন, ‘‘দেশের সংবিধানের মূল মূল্যবোধ— ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার সময় এসেছে।’’ পাশাপাশি, বহুত্ববাদ, বৈচিত্র, অন্তর্ভুক্তি এবং সামাজিক সম্প্রীতির দিকে এগিয়ে চলার কথাও বলেন তিনি। মমতা বলেন, ‘‘আজ আমার এক পুরোনো প্রবাদ মনে পড়েছে— চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূলমন্ত্র। সাধারণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে আজ সমষ্টিগত সতর্কতাই সবচেয়ে বেশি প্রয়োজন।’’
উল্লেখ্য, দিন তিনেক আগে এই রেড রোডেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী অনুষ্ঠানে মমতা দাবি করেছিলেন, দেশের ইতিহাস ও সংবিধানকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। মমতা বলেন, ‘‘ভারতের ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মনীষীদের অসম্মান করা হচ্ছে। নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। জেনেবুঝে সেটা তুলে দেওয়া হয়েছে। তার বদলে তৈরি করা হয়েছে নীতি আয়োগ। ভাষার প্রতি অসম্মান চলছে।’’ এ বার সাধারণতন্ত্র দিবসে আরও একবার সেই ইতিহাস ও সংবিধান রক্ষার কথাই বললেন মুখ্যমন্ত্রী।
সাধারণতন্ত্র দিবসে একই সুর শোনা গিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। অভিষেক বলেন, ‘‘বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব— এগুলো শুধুমাত্র শব্দ নয়, বরং আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত প্রতিশ্রুতি। এই আদর্শ ও মূল্যবোধগুলির জন্যই প্রাণ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। আজ সংবিধানের উপর একের পর এক আঘাত নেমে আসছে। বিভিন্ন সম্প্রদায়কে প্রান্তিক করে দেওয়া হচ্ছে। ভাষা, খাদ্য, বিশ্বাস, ভালবাসা ও মতপ্রকাশের উপরেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।’’ সাধারণতন্ত্র দিবসে সংবিধান রক্ষার সঙ্কল্প নেওয়ার ডাক দিয়েছেন অভিষেকও।