Advertisement
০৫ মে ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৭

পঞ্চায়েতের পুনর্নির্বাচন। রাজ্যসভা ভোটের মনোনয়ন। সুপ্রিম কোর্টে অভিষেকের মামলার শুনানি। দিল্লি-সহ উত্তর ভারতের অতিবর্ষণ। রাজ্যের আবহাওয়া কেমন?

election.

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০৬:৪৬
Share: Save:

পঞ্চায়েত ভোট

আজ, সোমবার পঞ্চায়েতের পুনর্নির্বাচন রয়েছে। ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পুনর্নির্বাচন। অন্য দিকে, মঙ্গলবার রয়েছে পঞ্চায়েতের ভোট গণনা। তার আগে প্রস্তুতি। এ ছাড়া পঞ্চায়েত ভোটকে ঘিরে সংঘাত, সংঘর্ষের পরিস্থিতি এবং দিল্লিতে রাজ্যপাল কী করছেন? নজর থাকবে এই সব খবরের দিকে।

রাজ্যসভা ভোটের মনোনয়ন

আজ রাজ্যসভা ভোটের মনোনয়ন রয়েছে। এ রাজ্যের সাতটি আসনে মনোনয়ন জমা দেওয়ার কথা। কোনও প্রার্থী মনোনয়ন জমা দিলেন কি না সে দিকে নজর থাকবে।

সুপ্রিম কোর্টে অভিষেকের মামলার শুনানি

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জরিমানা করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। শীর্ষ আদালতে জরিমানার উপর স্থগিতাদেশ দিয়েছিল। আজ আবার এই মামলাটির শুনানি রয়েছে। শীর্ষ আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর থাকবে।

দিল্লি-সহ উত্তর ভারতের অতিবর্ষণ

দিল্লি-সহ উত্তর ভারতে অতিবর্ষণে বিপর্যস্ত জনজীবন। ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো উত্তর ভারতের বিভিন্ন এলাকা। গত দু’দিনে সেখানে দুর্যোগে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবার শুধু হিমাচলে ধস, হড়পা বানে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্যের আবহাওয়া কেমন?

আজও রাজ্যে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ গোটা রাজ্যে হালকা বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত আরও খবরের দিকে।

মণিপুর ও মেঘালয়ের পরিস্থিতি

দু’মাসের বেশি সময় ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। সে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে দুশো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। প্রায়ই দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হলেও অশান্তি সেখানে কিছুতেই থামছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে সেনাও বিক্ষোভের মুখে পড়েছে। অন্য দিকে, উত্তর-পূর্বাঞ্চলের আরও এক রাজ্য মেঘালয়েও গোষ্ঠীহিংসা শুরু হয়েছে। গত সপ্তাহ থেকে পূর্ব খাসি পাহাড় অঞ্চলে দু’টি জনগোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই অবস্থায় মণিপুর ও মেঘালয়ের পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।

উইম্বলডন

উইম্বলডনের আজ ষষ্ঠ দিনের খেলা রয়েছে। বিকেল সাড়ে ৩টে থেকে এই খেলাটি শুরু হওয়ার কথা। আজ তাঁর খেলার দিকে আজ নজর থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE