ইডির হাতে গ্রেফতার তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। ফাইল ছবি।
ইডি হেফাজতে তৃণমূল নেতা কুন্তল
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে শনিবার গ্রেফতার করে ইডি। তাঁকে ১২ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আজ, রবিবার কুন্তলের খবর এবং ইডির তদন্তের দিকে নজর থাকবে।
ভাঙড়ের পরিস্থিতি
শনিবার আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের হাতিশালা এলাকা। দু’দলের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইএসএফের অভিযোগ, শনিবার কলকাতায় দলীয় সভায় যেতে কর্মীদের বাধা দেয় তৃণমূল। তাতেই দু'পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। যদিও ঘাসফুল শিবির সেই অভিযোগ মানেনি। অন্য দিকে, কলকাতার ধর্মতলায় আইএসএফ কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ আইএসএফের কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ। এই অবস্থায় আজ ভাঙড়ের পরিস্থিতির দিকে নজর থাকবে।
হুগলিতে সুকান্ত, মিঠুনের সভা
আজ হুগলির শ্রীরামপুরে বিজেপির সভা রয়েছে। ওই সভায় থাকার কথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং দলীয় নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। বিকেল ৪টে নাগাদ এই সভাটি শুরু হওয়ার কথা। ওই জেলায় আজ তাঁদের একটি মিছিলও রয়েছে। এ ছাড়া পঞ্চায়েত ভোটের মুখে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকও করতে পারেন তাঁরা।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
হকি বিশ্বকাপ: ভারত-নিউ জ়িল্যান্ড
আজ হকি বিশ্বকাপের ম্যাচ রয়েছে। এই খেলায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। সন্ধ্যা ৭টা থেকে খেলাটি শুরু হওয়ার কথা। আজ নজর থাকবে এই খেলার দিকে।
রাজ্যের আবহাওয়া
রাজ্যে শীতের আমেজ থাকলেও, পারদ পতনের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা আর কমবে না। রাজ্যে তাপমাত্রার পারদ স্বাভাবিকের কাছেই ঘোরাফেরা করবে। তবে আগামী কয়েক দিন আরও ঠান্ডা অনুভূত হবে।
মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সুপার সিক্স
মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সুপার সিক্সে আজ ভারতের খেলা রয়েছে। তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে। বিকেল ৫টা নাগাদ এই খেলাটি শুরু হওয়ার কথা।
অস্ট্রেলিয়ান ওপেন
শনিবার স্ট্রেট সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেলেন নোভাক জোকোভিচ। হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে সমস্যায় ফেলছে বলে অনেকে মনে করছেন। তবে শনিবার বেশ ভাল ছন্দে পাওয়া যায় জোকোভিচকে। আজকেও ভোর সাড়ে ৫টা থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের খেলা। এই খেলার আরও খবরের দিকে নজর থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy