Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রীর ব্যঙ্গচিত্র শেয়ার করে বিতর্কে অধ্যাপক, থানায় তৃণমূলের অভিযোগ

সম্প্রতি বিশাখা গোস্বামী নামে ওই অধ্যাপক তাঁর ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় কিছু মন্তব্যও করেন তিনি। অভিযোগ, শেয়ার করা ছবির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের নেতানেত্রীদের ব্যঙ্গ চিত্র রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪২

ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য লিখে এবং ছবি শেয়ার করে বিতর্কে জড়ালেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। তাঁর বিরুদ্ধে সিঁথি থানায় তৃণমূলের তরফে অভিযোগও জানানো হয়েছে।

সম্প্রতি বিশাখা গোস্বামী নামে ওই অধ্যাপক তাঁর ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় কিছু মন্তব্যও করেন তিনি। অভিযোগ, শেয়ার করা ছবির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের নেতানেত্রীদের ব্যঙ্গ চিত্র রয়েছে। কয়েকটি মন্তব্যে তিনি রাজ্য সরকারের সমালোচনা করেছেন বলেও তৃণমূলের অভিযোগ।

তাঁর ওই পোস্ট দেখে, উত্তর কলকাতার তৃণমূল নেতা সৃজন বসু সিঁথি থানায় অভিযোগ জানান। তাঁর কথায়: “সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি কুরুচিকর মন্তব্য এবং ছবি পোস্ট করেছেন। ওই বিশ্ববিদ্যালয়ের অনেকেই প্রতিবাদ করেছেন। তার পরেও তিনি ফেসবুকে এই ধরনের ছবি পোস্ট করা বন্ধ করেননি।” তাঁর মতে এর প্রভাব ছাত্রছাত্রী-সহ শিক্ষক এবং কর্মীদের মধ্যেও পড়তে পারে। সে কারণেই তিনি থানায় অভিযোগ জানিয়েছেন বলে সৃজনের দাবি।

আরও পড়ুন, ‘ইভিএমে কারচুপি করে ২৩-২৪টি আসন দখলের ষড়যন্ত্র করছে বিজেপি!’, আশঙ্কা প্রকাশ মমতার

যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক বিশাখা গোস্বামী। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় সবারই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমার যা মনে হয়েছে, আমি তা বলেছি অথবা পোস্ট করেছি। কেউ যদি অভিযোগ জানাতে চান, তিনি তা করতেই পারেন।”

আরও পড়ুন, সরছে না কালো মেঘ, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা

পুলিশ সূত্রে খবর, তারা অভিয়োগ পেয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি, নদিয়া-মুর্শিদাবাদ, সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, বাংলার বিভিন্ন প্রান্তের খবর পেয়ে জান আমাদের রাজ্য বিভাগে।)

Facebook Mamata Banerjee TMC মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy