এ বার কি তবে রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা! সপ্তাহান্তে আর তেমন বৃষ্টি হয়নি পশ্চিমবঙ্গে। উত্তর এবং দক্ষিণের দু’-এক জায়গায় রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হয়েছে। তবে তা পরিমাণে সামান্য। আলিপুর আবহাওয়া দফতর বলছে, রাজ্যের কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেই তা হতে পারে।
আলিপুর হাওয়া অফিস বলছে, রকসৌল, বারাণসী, জবলপুর, আকোলা, আলিবাগ থেকে বিদায় নিয়েছে বর্ষা। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহারের বাকি অংশ, গোটা ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, তেলঙ্গানার কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই জায়গাগুলিতে সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে উত্তরবঙ্গের দু’-এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে।
রবিবার দক্ষিণবঙ্গের দু’-এক জায়গায় বৃষ্টি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দু’-এক জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। তবে সোমবার থেকে দক্ষিণের জেলাগুলিতে সেই হালকা বৃষ্টিরও সম্ভাবনা নেই। সব জেলাই থাকবে শুষ্ক।
সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই চার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে। উত্তরবঙ্গের বাকি চার জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের আট জেলা শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।