রাজ্য সরকারের গাফিলতি এবং তদন্তে অবহেলার কারণেই কামদুনির ঘটনায় অপরাধীদের সাজা লাঘব হয়ে গিয়েছে, এই অভিযোগে এ বার ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করল কংগ্রেস। কলকাতা হাই কোর্টে সম্প্রতি কামদুনি-কাণ্ডে সাজা লাঘব হওয়া এবং তার জেরে জেল থেকে চার জনের ছাড়া পাওয়ার পর থেকেই এই বিষয়ে প্রতিবাদে নেমেছে কংগ্রেস। কামদুনির মতো গুরুতর ঘটনায় সিআইডি এবং পুলিশ কেন পর্যাপ্ত তথ্যপ্রমাণ আদালতে জমা দিতে পারেনি, সেই প্রশ্ন তুলে সোমবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে ভবানী ভবনে বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছিল। আলিপুরে চিড়িয়াখানা মোড় থেকে শুরু হওয়া কংগ্রেসের মিছিল অবশ্য ভবানী ভবনের আগেই আটকে দেয় পুলিশ। কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। তদন্তকারী পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে তদন্তের দাবি তোলেন প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, জ়াহিদ হোসেন, আকিব গুলজ়ারেরা। পরে ভবানী ভবনে গিয়ে রাজ্য পুলিশের ডিজি-র উদ্দেশে দাবিপত্র দেন কংগ্রেসের প্রতিনিধিরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)