ভোট ‘চুরি’র অভিযোগ এবং বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যখন দেশ জুড়ে বিরোধীরা সরব হয়েছে, তখন সেই সময়ে বিষয়টিকে সামনে রেখে রাজ্যেও পথে নেমেছে কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার হাজরা মোড়ে বিক্ষোভ দেখিয়েছেন নেতা-কর্মীরা। দলের জেলা সভাপতি প্রদীপ প্রসাদের দাবি, “কমিশন এবং বিজেপির যোগসাজশের মাধ্যমে ভোট-চুরি করে ক্ষমতায় টিকে আছেন নরেন্দ্র মোদী। কমিশনের মুখোশ খুলে গিয়েছে। চুরি ধরা পড়েছে।” পাশাপাশি, মহারাষ্ট্রে লোকসভা এবং বিধানসভা ভোটের পাঁচ মাসের ব্যবধানে এক কোটি নতুন ভোটারের নাম কী ভাবে নথিভুক্ত হল, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বার বার ভোটের দিনের ভিডিয়ো ফুটেজ এবং ডিজিটাল ভোটার তালিকা বিরোধীদের দেওয়ার দাবি জানালেও তা কেন দেওয়া হয়নি, এই সব প্রশ্নেও সরব হয়েছে কংগ্রেস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)