Advertisement
০৬ মে ২০২৪
Congress

বিজেপির বিরুদ্ধে জোড়া বিক্ষোভ

একই দিনে হাজরা মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ ছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি কত টাকা পেয়েছে, সেই তালিকা প্রকাশের দাবিতে।

congress protest

ছাত্র পরিষদের প্রতিবাদ। কলেজ স্ট্রিটে। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৩২
Share: Save:

দু’টি আলাদা বিষয়ে বিজেপির বিরুদ্ধে শহরে জোড়া প্রতিবাদে নামল কংগ্রেস। কর্তব্যরত এক জন আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’, রাহুল গান্ধীর উদ্দেশে ‘অসাংবিধানিক মন্তব্য’-সহ নানা ঘটনায় বিজেপি নেতাদের ‘বিদ্বেষের মনোভাব’ প্রকাশ পাচ্ছে বলে অভিযোগ করে বুধবার কলেজ স্ট্রিটে মিছিল করল ছাত্র পরিষদ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতাদের ‘মানসিকতার সুস্থতা’ কামনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত গোলাপ ফুল হাতে মিছিলের নেতৃত্বে ছিলেন কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি দেবজ্যোতি দাস, উত্তর ২৪ পরগনা জেলা ছাত্র পরিষদের সভাপতি পাপাই ঘোষ-সহ সংগঠনের অন্য নেতারা।

congress protest

দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ। হাজরায়। —নিজস্ব চিত্র।

একই দিনে হাজরা মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ ছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি কত টাকা পেয়েছে, সেই তালিকা প্রকাশের দাবিতে। প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, ইন্দ্ররাজ চট্টোপাধ্যায়, জ়াহিদ হোসেন, স্বপন রায় চৌধুরীদের বক্তব্য, গত ১০ বছরে কাদের ১০ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে, তাঁদের নামও গোপন করেছে মোদী সরকার। কংগ্রেস নেতাদের অভিযোগ, তাঁদের টাকাও নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির তহবিলে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Protest Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE