শাসক দল তৃণমূল কংগ্রেসের কসবার পুর-প্রতিনিধির উপরে আগ্নেয়াস্ত্র হাতে হামলার চেষ্টা-সহ নানা ঘটনার প্রেক্ষিতে শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় কলকাতা পুলিশের ভূমিকা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কসবা থানার সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার ওই বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, মানস সরকার প্রমুখ। বিহার, উত্তরপ্রদেশে ’৯০-এর দশকের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে প্রদীপের অভিযোগ, “ভিন্ রাজ্য থেকে ‘সুপারি কিলার’, অস্ত্র আমদানি রুখতে ব্যর্থ কলকাতা পুলিশ। জলাজমি ভরাট করে ‘প্রোমোটার-রাজ’ কায়েম করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।” সেই সঙ্গে তৃণমূলের হয়ে পুলিশ কাজ করছে বলেও অভিযোগ তুলেছে কংগ্রেস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)