ভারত-পাকিস্তান সংঘাত পরিস্থিতির প্রেক্ষিতে জাতীয়তাবাদের আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। রাজ্যে বিধানসভা ভোটের আগে সেই দৌড়ে নেমেছে তৃণমূল কংগ্রেসও। ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে এ বার এই তালিকাতেই সংযোজন হল প্রদেশ কংগ্রেসের ডাকে ‘সেনা সম্মান যাত্রা’। দেশ জুড়ে এআইসিসি ‘জয় হিন্দ সাবাশ’ বলে যে কর্মসূচি নিয়েছে, তারই অঙ্গ হিসেবে শহরে কাল, মঙ্গলবার এই পদযাত্রা করবে কংগ্রেস। উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়ি থেকে কার্গিল যুদ্ধে নিহত ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন কণাদ ভট্টাচার্যের স্মৃতিবিজড়িত টালা পর্যন্ত ওই পদযাত্রা হওয়ার কথা। পদযাত্রায় থাকার কথা এআইসিসি-র প্রতিনিধিদেরও। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ছাড়াও এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, দুই সহ-পর্যবেক্ষক অম্বা প্রসাদ এবং আসফ আলি খান পদযাত্রায় শামিল হবেন। এ ছাড়াও ভারতের স্থল, নৌ এবং বিমানবাহিনীর প্রাক্তন জওয়ানদেরও পদযাত্রায় নিয়ে আসতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)