পেতাইয়ের দাপটে অকাল বর্ষণে বিপর্যস্ত বাংলা। সোমবার যে বৃষ্টি ছিল ঝিরঝিরে, মঙ্গলবার সেটাই কার্যত টানা বর্ষণের আকার নিয়েছে।বৃষ্টির জেরে নেমেছে পারদও। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৪ ডিগ্রির আশপাশে। তবে বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পেতাইয়ের প্রভাব কেটে যাওয়ার পর রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সান্দাকফুতে মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে তুষারপাত। পাহাড়ে বেড়াতে গিয়ে বেজায় খুশি পর্যটকরা। দার্জিলিংয়েও পারদ নেমে গিয়েছে অনেকটাই। ঝিরঝিরে বৃষ্টিও চলছে মাঝেমধ্যে।
বস্তুত শুরু হয়েছিল রবিবার সন্ধ্যার দিকে। ঠান্ডা হওয়ার সঙ্গে মাঝেমধ্যেই ছিল ঝিরঝিরে বৃষ্টি। সোমবারই অন্ধ্রের উপকূলে আছড়ে পড়েছে পেতাই। তার প্রভাবে এ রাজ্যেও সোমবার বৃষ্টিপাত বাড়তে থাকে। তবে সোমবার মাঝে মাঝে বিরাম ছিল। কিন্তু রাত থেকে কার্যত টানা বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলছে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি। রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েছেন অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ।