দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বিতর্কে নবতম সংযোজন, একটা ছবি। সে ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার হাওয়াই চটি পায়ে রথের রশি স্পর্শ করেছেন। তাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তৃণমূলের দাবি, অপপ্রচার করছে বিজেপি।
রথযাত্রার সন্ধ্যায় শুক্রবার সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে দিঘায় রথ টানার একটি ছবি দেওয়া হয়। কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীর অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী সজ্ঞানে এবং ইচ্ছাকৃত ভাবে জুতো পরে জগন্নাথ দেবের রথের রশি টেনেছিলেন। একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে খুশি করতে তিনি এমন করেন।’’
পাল্টা জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুতো পায়ে কেরলের এক মন্দিরে প্রবেশ করছেন, এমন একটি ছবি সমাজমাধ্যমে দেয় তৃণমূল। রাজ্য তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, ‘‘বিচ্ছিন্ন কোনও মুহূর্তের ছবি দেখিয়ে বিজেপি অপপ্রচার করছে। প্রযুক্তির সহায়তা নিয়ে ওই ছবি বিকৃত করা হতে পারে।’’
যদিও দিঘার জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির অন্যতম সদস্য তথা ইস্কনের কলকাতা শাখার সহ-সভাপতি রাধারমণ দাস বলেন, ‘‘পুরীতে জুতো পায়ে এ রকম অনেকেই রথ টানেন। কলকাতাতেও অতীতে হয়েছে। ভক্তিটাই মূল বিষয়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)