Advertisement
১৯ মে ২০২৪

ছাত্রনেতার অ্যাকাউন্টে উৎসবের টাকা, বিতর্ক

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসব খাতে বরাদ্দ টাকা জমা পড়ার কথা ছাত্র সংসদের অ্যাকাউন্টে। কিন্তু টাকা জমা পড়েছে এক প্রাক্তন ছাত্রনেতার ব্যাক্তিগত অ্যাকাউন্টে। এই নিয়েই বিতর্ক কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৬ ০২:৫১
Share: Save:

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসব খাতে বরাদ্দ টাকা জমা পড়ার কথা ছাত্র সংসদের অ্যাকাউন্টে। কিন্তু টাকা জমা পড়েছে এক প্রাক্তন ছাত্রনেতার ব্যাক্তিগত অ্যাকাউন্টে। এই নিয়েই বিতর্ক কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

সূত্রের খবর, গত বৃহস্পতিবার বালিগঞ্জ সায়েন্স কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দখলে থাকা বিদায়ী ছাত্র সংসদ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছিল। তাতে কর্তৃপক্ষ

২ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করেন। এই টাকাই ছাত্র সংসদের অ্যাকাউন্টে না-গিয়ে জমা পড়েছে ওই কলেজের অটোনমাস ছাত্র সংসদের বিদায়ী সহ-সাধারণ সম্পাদক সূরজ নস্করের ব্যক্তিগত অ্যাকাউন্টে। এক আধিকারিক জানান, বিশ্ববিদ্যালয়ের বিধিতেই রয়েছে যে উৎসবের টাকা কর্তৃপক্ষ ছাত্র সংসদের অ্যাকাউন্টে জমা দেবেন। সংসদের সাধারণ সম্পাদক বা সভাপতি সেই টাকা তুলতে পারবেন। প্রাক্তন ছাত্র তো দূরের কথা, সংসদের বর্তমান সম্পাদকের নামেও কর্তৃপক্ষ টাকা বরাদ্দ করতে পারেন না। সেখানে কী ভাবে এক জন প্রাক্তন ছাত্রের অ্যাকাউন্টে টাকা জমা পড়ল, তা নিয়ে ধোঁয়াশায় উপাচার্য আশুতোষ ঘোষও। বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখতে হবে।’’ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এগজিকিউটিভ কমিটির তরফে প্রান্তিক চক্রবর্তী জানিয়েছেন, অভিযোগ ওঠার পরেই সূরজ নস্করকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cutural fest Money Corruption
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE