উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশ্যে মাইক বাজানোর অনুমতি মিলতেই পাঁচ দিনে পাঁচশো প্রস্তুতি সভা হয়েছে জেলায়! মঙ্গলবারও জেলার গাঁ-শহরে ঘুরে বেরিয়েছে একশোটিরও বেশি ট্যাবলো! পরশু, বৃহস্পতিবার তামাম উত্তর চব্বিশ পরগনার আনাচ-কানাচ থেকে বারাসতে ঢুকবে তিন হাজার বাস, ম্যাটাডোর।
অদূরে ছোটখাটো উপ-নির্বাচন পর্যন্ত নেই। পঞ্চায়েত ভোট হতেও প্রায় দশ মাস বাকি। তাতে কী! জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘পুনরাবির্ভাবকে’ ঘিরে এখন এমনই সাজো সাজো অবস্থা বারাসতে।
দুর্ঘটনার পর সুস্থ হয়ে উঠে তাঁর নিজের নির্বাচন কেন্দ্র ডায়মন্ডহারবারে গত রবিবার প্রথম সভা করেছেন অভিষেক। পরশু বারাসতের কাছারি ময়দানে পরের সভা করবেন যুব তৃণমূল সভাপতি। কিন্তু সেই সভাকে কেন্দ্র করে তৃণমূলে এমন তৎপরতা শুরু হয়েছে, যে দলের মধ্যেই প্রশ্ন উঠেছে তা হলে কি সংগঠনে এ বার আরও গুরুত্ব বাড়বে অভিষেকের?