পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ঘোষণা হয়েছে। বাংলায় ২০০২-এর ভোটার তালিকার সঙ্গে এখনকার তালিকা মিলিয়ে দেখে কাজ শুরু করছে কমিশন। কিন্তু এর মধ্যেই বিতর্ক বাড়ছে বুথ লেভল অফিসারদের (বিএলও) নিয়ে। কোনও বিএলও বা তাঁর পরিবারের নাম ২০০২-এর তালিকায় না-থাকলে, তা জানানোর জন্য সম্প্রতি জেলাস্তরে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এর পরেই জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুরের এক জন এবং পূর্ব বর্ধমানের কালনার তিন জন বিএলও-র নাম ২০০২-এরতালিকায় নেই।
শান্তিপুরের বেলগড়িয়া ১ পঞ্চায়েতের ২৬২ নম্বর বুথের বিএলও রজনীকান্ত পাল বা তাঁর পরিবারের কারও নাম ২০০২-এর তালিকায় ছিল-না। রজনীকান্তের বক্তব্য, “বাবা বিভিন্ন জায়গায় ঘুরে কাজ করতেন। স্থায়ী ঠিকানা ছিল না। পরে তাঁর নাম তালিকায় ওঠে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ২০১৪-য় আমার নাম উঠেছে।” বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ। পাশাপাশি, কালনা ২ ব্লকের তিন জন বিএলও জানিয়েছেন, তাঁদের নিজের বা বাবা-মায়ের নাম ২০০২-এর তালিকায় নেই। কালনার ওই বিএলও-দের দু’জনের দাবি, ২০০২-এর তালিকা থেকে প্রতিহিংসার কারণে তাঁদের বাবা-মায়ের নাম বাদ দেওয়া হয়েছিল। তবে কালনার তিন বিএলও-ই জানিয়েছেন, নাগরিকত্ব প্রমাণের উপযুক্ত নথি তাঁদেরকাছে রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)