ধর্ষণের অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতিকে ছ’বছরের জন্য দল থেকে সাসপেন্ড করল কোচবিহার জেলা তৃণমূল। কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বুধবার একটি সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, দিনহাটার বড় আটিয়াবাড়ি ২ নম্বর অঞ্চলের সভাপতি আব্দুল মান্নানকে ছ’বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে।
বড় আটিয়াবাড়ি ২ নম্বর অঞ্চলের সভাপতি আব্দুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে ওই এলাকার এক মহিলার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছেন। চাকরি না হওয়ার কারণে সেই টাকা ফেরত চাইলে ওই মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে ওই মহিলার নগ্ন ছবি এবং ভিডিয়ো তুলে রেখে তাঁকে হুমকি দেওয়ার। এর পরেই ওই মহিলা দিনহাটা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ আব্দুলকে গ্রেফতার করে।
ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়ে কোচবিহার জেলা তৃণমূল। তার পরেই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় দল। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘আব্দুল মান্নানকে দলে ফিরতে হলে নিজেকে আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করতে হবে।’’