Advertisement
E-Paper

বিজ্ঞানকেন্দ্রে করোনা পরীক্ষার দাবি বামেরও

করোনা পরীক্ষার সঙ্কট কাটাতে বিজ্ঞান গবেষণাকেন্দ্রগুলিকে ব্যবহারের আর্জি জানিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ০২:৪৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

করোনা পরীক্ষার কিট অপ্রতুল বলে অভিযোগ উঠছে প্রতিনিয়ত। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাস মোকাবিলার সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হল ‘পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা’। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার সঙ্কট কাটাতে বিজ্ঞান গবেষণাকেন্দ্রগুলিকে ব্যবহারের আর্জি জানিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। একই আর্জি জানিয়ে এ দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন এসইউসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ।

কেন্দ্র এবং রাজ্যের গবেষণাকেন্দ্রগুলিতে করোনা পরীক্ষার অনুমতি চেয়ে গত ২৫ মার্চ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল বিজ্ঞানীদের সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটি অফ অটোনমাস রিসার্চ ইনস্টিটিউটস (জ্যাকারি)। সুজনবাবু মুখ্যমন্ত্রীকে এবং প্রভাসবাবু প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জ্যাকারির ওই চিঠির প্রসঙ্গ উল্লেখ করেছেন। কেন্দ্রীয় সরকারের মুখ্য বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা কে বিজয়রাঘবন আরও আগেই জানিয়েছিলেন, ডিবিটি, ডিএসটি, সিএসআইআর, ডিআরডিও এবং ডিএই-র জাতীয় গবেষণাকেন্দ্রগুলিতে কোভিড-১৯-এর ক্লিনিকাল পরীক্ষার অনুমতি দেওয়া হচ্ছে। তবে তা করতে হবে ডিএইচআর বা আইসিএমআর নির্ধারিত সব নিয়ম মেনে। সম্প্রতি হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (সিসিএমবি)-তে করোনা পরীক্ষা শুরুও হয়েছে। বিজয়রাঘবনের ওই চিঠিও মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে সুজনবাবু লিখেছেন, ‘‘বিজ্ঞানী মহলের বক্তব্য খতিয়ে দেখার জন্য আপনাকে অনুরোধ করছি।’’ সুজনবাবু, প্রভাসবাবুদের প্রশ্ন, বিজয়রাঘবন বলার পরেও কেন্দ্রীয় সরকার কেন দেশের গবেষণাকেন্দ্রগুলিকে করোনা পরীক্ষার কাজে ব্যবহার করছে না?

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy