উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অন্তর্ভুক্ত অপেক্ষামান চাকরিপ্রার্থীদের পরবর্তী কাউন্সেলিং চলতি মাসেই হবে। রবিবার এমনটাই জানিয়েছেন শিক্ষা দফতরের কর্তারা। তবে ঠিক কবে হবে তা এখনই জানাননি তাঁরা। শিক্ষা দফতরের এক কর্তা জানান, এসএসসির মামলা চলছে সুপ্রিম কোর্টে। আগামী ১৫ জানুয়ারি তার শুনানি আছে। তার পর ফের উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের তারিখ ফেলা হতে পারে।
উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, ইতিমধ্যে প্রথম দফায় ৮৭৪৯ জনের প্রথম কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় হয়েছে ২৫৯৫ জনের কাউন্সেলিং। দু’টি মিলিয়ে কাউন্সেলিং হয়েছে ১১৩৪৪ জনের। দুই পর্বে সুপারিশপত্র নিয়েছেন ৮৬৫১ জন। ২৬৯৩ জন অনুপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, ‘‘প্রায় ২৪ শতাংশের মতো অনুপস্থিত রয়েছে। এখনও মেধা তালিকায় অন্তর্ভুক্ত ২৬২২ জন অপেক্ষামান চাকরিপ্রার্থীর কাউন্সেলিং বাকি আছে। আমাদের দাবি হাই কোর্টের নির্দেশ মেনে অপেক্ষামানদের সকলের কাউন্সেলিং করে চাকরি সুনিশ্চিত করতে হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)