Advertisement
১৮ মে ২০২৪
CPI

CPI: রাজ্য সম্মেলন মেদিনীপুরে, সিপিআইয়েও বয়স-নীতি

সিপিআই সূত্রের খবর, রাজ্য সম্মেলনের প্রস্তুতি হিসেবে আগামী ২ ও ৩ এপ্রিল কলকাতায় দলের রাজ্য পরিষদের বৈঠক রয়েছে। বৈঠকে উপস্থিত থাকার কথা দলের সাধারণ সম্পাদক ডি রাজার। প্রস্তাবিত বয়স-নীতি নিয়ে সেখানেও আলোচনা হওয়ার সম্ভাবনা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ০৬:১৮
Share: Save:

করোনা পরিস্থিতির কারণে বেশ কয়েক মাস পিছিয়ে গিয়ে হতে চলেছে সিপিআইয়ের রাজ্য সম্মেলন ও পার্টি কংগ্রেস। সিপিএমের মতোই তাদেরও সম্মেলন হওয়ার কথা ছিল গত বছর। অতিমারি পরিস্থিতি এবং বাংলা, কেরল-সহ গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের ভোটের জন্য সম্মেলন প্রথমে পিছিয়েছিল এক বছর। তার পরে এই বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতির ফের অবনতি হওয়ায় সম্মেলন আরও পিছিয়ে দিয়েছে সিপিআই। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর মেদিনীপুরে হবে সিপিআইয়ের ২৭তম রাজ্য সম্মেলন। আর বিজয়ওয়াড়ায় ১৪ থেকে ১৮ অক্টোবর হবে ২৪তম পার্টি কংগ্রেস।

সিপিএমের পাশাপাশি এ বার সিপিআই-ও তাদের দলে বয়স-নীতি চালু করতে চাইছে। দলের জাতীয় পরিষদ এই সংক্রান্ত একটি রূপরেখা তৈরি করেছে, যার ভিত্তিতে তারা আরও আলোচনা চেয়েছে। সেই রূপরেখায় বলা হয়েছে, সিপিআইয়ের রাজ্য পরিষদের ৪০% সদস্যের বয়স ৫০ বছরের মধ্যে রাখতে হবে। রাজ্য সম্পাদকের বয়স ৭০-এর মধ্যে হতে হবে। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের ক্ষেত্রে বয়সের সীমা হবে ৬৫। জেলা পরিষদের সম্পাদকের বয়স ৬০-এর মধ্যে এবং লোকাল ও শাখা স্তরে সম্পাদকদের বয়স ৪৫-এ বেঁধে ফেলার কথা বলা হয়েছে ওই রূপরেখায়। জাতীয় পরিষদের ক্ষেত্রে ৪০% সদস্যের বয়স রাখতে হবে ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। নেতৃত্বের বয়সের ঊর্ধ্বসীমা ৭৫-এ রাখতে চাওয়া হয়েছে। সিপিএমের মতো সিপিআই-ও সাংগঠনিক স্তরে তরুণ রক্ত আমদানিতে জোর দিচ্ছে।

সিপিআই সূত্রের খবর, রাজ্য সম্মেলনের প্রস্তুতি হিসেবে আগামী ২ ও ৩ এপ্রিল কলকাতায় দলের রাজ্য পরিষদের বৈঠক রয়েছে। বৈঠকে উপস্থিত থাকার কথা দলের সাধারণ সম্পাদক ডি রাজার। প্রস্তাবিত বয়স-নীতি নিয়ে সেখানেও আলোচনা হওয়ার সম্ভাবনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPI Politics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE