Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মমতার উক্তির বাম প্রতিবাদ

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি-সহ চারটি বামপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষে সমর চক্রবর্তী এ দিন জানান, তাঁরা চান, সর্বভারতীয় স্তরের বেতনহারের সঙ্গে সাযুজ্য রেখেই প্রাথমিক শিক্ষকদের বেতনকাঠামো স্থির করা হোক।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০৩:৩১
Share: Save:

প্রাথমিক শিক্ষকদের অনশন-আন্দোলন মঙ্গলবার ১১ দিনে পড়ল। অসুস্থতার জন্য দু’জন সরে গেলেও ১৭ জন শিক্ষক-শিক্ষিকা অনশন চালিয়ে যাচ্ছেন। যে-সব শিক্ষক-শিক্ষিকা সর্বভারতীয় হারে বেতন চাইছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের কেন্দ্রে চলে যেতে বলায় শিক্ষক শিবির বেজায় ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে স্মারকলিপি দিয়েছে চারটি বামপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠন। রবিবার একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বলেছিলেন, ‘‘যাঁরা কেন্দ্রীয় সরকারের হারে মাইনে চান, তাঁরা কেন্দ্রে চলে যান, দিল্লির চাকরি করুন।’’

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি-সহ চারটি বামপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষে সমর চক্রবর্তী এ দিন জানান, তাঁরা চান, সর্বভারতীয় স্তরের বেতনহারের সঙ্গে সাযুজ্য রেখেই প্রাথমিক শিক্ষকদের বেতনকাঠামো স্থির করা হোক। বিষয়টি শিক্ষামন্ত্রী বিবেচনা করুন। সেই সঙ্গে যে-সব শিক্ষক-শিক্ষিকাকে ‘অন্যায় ভাবে’ দূরের স্কুলে বদলি করা হয়েছে, তাঁদের বিষয়টিও দেখুন শিক্ষামন্ত্রী।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC Primary Teachers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE