বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারে বাঙালি মুখও রাখছে সিপিএম। তবে যাঁরা হিন্দিতে সড়গড়, এমন নেতা-নেত্রীদেরই বেছে নেওয়া হয়েছে। বিহারে প্রচারের জন্য এখনও পর্যন্ত দায়িত্ব পেয়েছেন বঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় এবং ছাত্র সংগঠনের দুই নেত্রী দীপ্সিতা ধর ও ঐশী ঘোষ। সে রাজ্যে চারটি আসনে লড়ছে সিপিএম। বিরোধীদের মহাজোটে সিপিআই এবং সিপিআই (এম-এল) লিবারেশনও রয়েছে। প্রাথমিক ভাবে সিপিএমের আসনগুলির পাশাপাশি বামপন্থী প্রার্থী আছেন, এমন কেন্দ্রেই নজর দেওয়ার কথা বাংলার নেতা-নেত্রীদের। বিহারে রয়েছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য এবং সে রাজ্যে নির্বাচনে দলের অন্যতম সিনিয়র পর্যবেক্ষক অধীর চৌধুরীও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)