শাস্তির মেয়াদ শেষ হল সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের। দলের রাজ্য কমিটির দু’দিনের বৈঠকে জবাবি ভাষণে বুধবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তন্ময়ের সাসপেনশন প্রত্যাহারের ঘোষণা করেছেন। এক মহিলা সাংবাদিকের সঙ্গে ‘অশালীন আচরণে’র অভিযোগ উঠেছিল প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির (আইসিসি) রিপোর্টে অবশ্য অভিযোগের পক্ষে বিশেষ কিছু পাওয়া যায়নি। তদন্ত চলাকালীন তাঁকে যে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছিল, আইসিসি রিপোর্টের পরে সেই শাস্তি তুলে নেওয়া হয়েছিল। তবে তন্ময়ের আচরণ নিয়ে বেশ কিছু প্রশ্ন ও বিতর্ক তৈরি হওয়ায় পরে সিপিএমের রাজ্য কমিটি তাঁকে ৬ মাসের জন্য নিলম্বিত করেছিল। কলকাতায় গত জানুয়ারিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়েছিল। সূত্রের খবর, বৈঠকে এ দিন সিপিএমের রাজ্য সম্পাদক জানিয়েছেন, রাজ্য কমিটির তত্ত্বাবধানে আপাতত কাজ করবেন উত্তর ২৪ পরগনা জেলার নেতা তন্ময়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)