পশ্চিমবঙ্গের পাশাপাশি সব রাজ্যেই ‘রাজভবন’-এর সরকারি নাম বদলে হচ্ছে ‘লোক ভবন’। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনের নাম বদলে লোকভবন নাম চালু করেছেন। আজ রাজ্যসভায় বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি বাংলায় বলেন, “এটা বাইরে থেকে শুনতে খুব ভাল লাগে। মনে হতে পারে, ঔপনিবেশিকতার বিরুদ্ধে পদক্ষেপ করা হল। কিন্তু লোক অর্থে জনতা। বাংলায়
মানুষের পরিস্থিতি কী, সেটাও খতিয়ে দেখতে হবে।”
এর পরেই দোলা সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের ‘বিপুল বকেয়ার’ কথা উল্লেখ করে জানান, মানুষ কষ্টে রয়েছে কেন্দ্রের অপশাসনের কারণে। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচিত ছিল এই সিদ্ধান্ত নেওয়ার আগে এক বার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নেওয়া।
প্রসঙ্গত তিনি বলার সময়েই রাজ্যসভার দলনেতা জে পি নড্ডা দাবি জানাতে থাকেন, দোলা প্রসঙ্গের বাইরে গিয়ে কথা বলছেন। তাঁকে সমর্থন জানিয়ে রাজ্যসভার নতুন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, দোলার বক্তব্য মুছে দেওয়া হবে। তখন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন চেয়ারম্যানকে মনে করিয়ে দেন, দোলা বাংলায় বলার সময় তাঁর কানে হেডফোন ছিল না। অর্থাৎ চেয়ারম্যান অনুবাদটি শুনতে পাচ্ছিলেন না। রাজ্যসভার প্রধান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গেও উঠে দাঁড়িয়ে বলেন, দোলা সেন অপ্রাসঙ্গিক কোনও কথাই বলেননি। এ ব্যাপারে যেন পক্ষপাতিত্ব না
করা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)