Advertisement
০৫ মে ২০২৪
Jute Mill

চটকল খোলার দাবি

চণ্ডীবাবুর আরও অভিযোগ, কাঁচা পাটের অভাব সৃষ্টি হয়েছে মজুতদারি, কালোবাজারি ও বিদেশে রফতানির ফলে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ০৬:০২
Share: Save:

রাজ্যে নতুন করে যে ৮টি চটকল বন্ধ হয়ে গিয়েছে, অবিলম্বে তা খোলার দাবি করল এসইউসি। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের অভিযোগ, চটকল মালিকেরা কাঁচা পাটের অভাবের অজুহাতে এক তরফা ভাবে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ নোটিস ঝুলিয়ে দিচ্ছেন। এর ফলে অতিমারী পরিস্থিতির মধ্যেই প্রায় ৫৫ হাজার চটকল শ্রমিক কাজ হারিয়ে দুর্বিষহ অবস্থায় পড়েছেন। চণ্ডীবাবুর আরও অভিযোগ, কাঁচা পাটের অভাব সৃষ্টি হয়েছে মজুতদারি, কালোবাজারি ও বিদেশে রফতানির ফলে। এসইউসি-র দাবি, বন্ধ চটকল খুলে শ্রমিকদের কাজে ফেরানো নিশ্চিত করতে হবে এবং মালিকদের ‘স্বেচ্ছাচারিতা’ বন্ধ করতে হবে। প্রয়োজন অনুযায়ী কাঁচা পাট বাংলাদেশ থেকে আমদানি এবং এখানে মজুতদারি ও কালোবাজারি বন্ধ করার দাবিও তুলেছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jute Mill SUCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE