E-Paper

একশো দিনের টাকা চেয়ে বিজেপি দফতরে বিক্ষোভ

তিন বছর ধরে একশো দিনের টাকা বন্ধ কেন, এই প্রশ্ন তুলে ‘ভুখা মানুষের অধিকার অভিযান’ নাম দিয়ে আন্দোলনে নেমেছিল সংগঠনগুলি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৫:১১
একশো দিনের কাজ নিয়ে বিজেপি দফতরের সামনে অবস্থান। বিধাননগরে।

একশো দিনের কাজ নিয়ে বিজেপি দফতরের সামনে অবস্থান। বিধাননগরে। —নিজস্ব চিত্র।

একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে শনিবার বিধাননগরে রাজ্য বিজেপির দফতরে বিক্ষোভ দেখালেন জব কার্ডধারীদের একাংশ। পশ্চিমবঙ্গ ছাত্র-যুব সংগ্রামী মঞ্চ, সেওয়া বাংলা, শ্রমজীবী মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির মতো কয়েকটি সংগঠনের নেতৃত্বে কয়েকশো জবকার্ডধারী এ দিন স্লোগান তুলে, থালা বাজিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এই ঘটনাকে সামনে রেখে বকেয়ার বিষয়টি নিয়ে ফের তরজা বেধেছে বিজেপি-তৃণমূল কংগ্রেসে।

তিন বছর ধরে একশো দিনের টাকা বন্ধ কেন, এই প্রশ্ন তুলে ‘ভুখা মানুষের অধিকার অভিযান’ নাম দিয়ে আন্দোলনে নেমেছিল সংগঠনগুলি। পরে সমাজকর্মী অনুরাধা তলোয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিজেপির দফতরে গিয়ে দলের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের কাছে দাবিপত্র দিয়েছে। শমীকের অভিযোগ, “আন্দোলনকারীদের বক্তব্যের সঙ্গে আমরাও এক মত। আমাদের মতো তাঁরাও চান, যাঁরা একশো দিনের টাকা চুরি করেছেন, তাঁদের শাস্তি হোক। বাকিরা প্রাপ্য পান। কিন্তু চোর ধরার কাজটা রাজ্য করছে না বলে প্রকৃত প্রাপকেরা বঞ্চিত হচ্ছেন।” পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “রাজ্যের বিজেপি নেতারা বলেছিলেন, কেন্দ্রকে টাকা দিতে নিষেধ করব। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের টাকা থেকে প্রাপ্য মিটিয়েছেন। রাজনৈতিক কারণে কেন্দ্র টাকা দিচ্ছে না।”

এ দিকে, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রশ্নেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। তাদের ডাকে এ দিন উত্তর ২৪ পরগনার বনগাঁয় ৪৪ নম্বর বাস স্ট্যান্ডে সমাবেশ হয়। যোগ দিয়েছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ-সহ অন্যরা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

bjp office 100 days worker BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy