রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত এক মাসে মশাবাহিত এই রোগে এক হাজার জন আক্রান্ত হয়েছেন বলে খবর। চলতি বছরে রাজ্যের ১৬টি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেই পর্যবেক্ষণ স্বাস্থ্যকর্তাদের। আর ওই সমস্ত জেলার মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে ছ’টি জেলা। যার মধ্যে রয়েছে কলকাতাও।
বর্তমানে এমনিতেই ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশির প্রকোপ ক্রমশ বাড়ছে। আবহাওয়ার তারতম্যের কারণে ভাইরাস এবং ব্যাক্টিরিয়া সংক্রমণ গতি পাওয়ায় এই সমস্যা বেড়েছে। কিন্তু তার পাশাপাশি, মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গিও। বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমার কারণেই ডেঙ্গির মশার বংশবৃদ্ধি ঘটছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা ছিল দেড় হাজার। চলতি মাসের সোমবার সেই সংখ্যা বেড়ে হয়েছে আড়াই হাজার। অর্থাৎ, এক মাসের মধ্যে নতুন করে আরও এক হাজার জন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য দফতরের অন্দরের খবর, চলতি বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাজ্যের ১৬টি জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী। যার মধ্যে শীর্ষে রয়েছে ছ’টি জেলা। সূত্রের খবর, আক্রান্তের সংখ্যার নিরিখে তালিকার একেবারে প্রথমে রয়েছে মুর্শিদাবাদ। এখনও পর্যন্ত সেখানে ৩৬৭ জন আক্রান্ত। এর পরে পর্যায়ক্রমে রয়েছে উত্তর ২৪ পরগনা (৩৫৬), হুগলি (২৬৫), হাওড়া (২৪১), মালদহ (২৩৩) এবং কলকাতা (১৭৬)।
জনস্বাস্থ্য বিষয়ক চিকিৎসকেরা জানান, সাধারণত জুলাই-অগস্ট থেকে রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ে। কিন্তু বৃষ্টি আগে শুরু হওয়ায় মশাবাহিত রোগে সংক্রমণও বাড়ছে। যা আরও বাড়বে বলে আশঙ্কা। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সমস্ত জেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন দফতরের বৈঠক করানো হয়েছে। ডেঙ্গি প্রতিরোধে প্রতিটি পুরসভা ও পঞ্চায়েতকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)