আগামী বছর থেকে দু’বার বোর্ড পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। যেটিতে পরীক্ষার্থীর ফল ভাল হবে সেই ফলটি সে নির্বাচন করতে পারবে।
সোমবার ছত্তীসগঢ়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ কথা বললেও রাজ্যের সিবিএসই ও সিআইএসসিই বোর্ডের স্কুলের অধ্যক্ষেরা জানাচ্ছেন, তাঁরা এ রকম বিজ্ঞপ্তি পাননি। উল্লেখ্য, নতুন শিক্ষানীতিতে বছরে দু’টি বোর্ড পরীক্ষার কথা বলা হলেও তা এখনও প্রস্তাব আকারেই আছে। ধর্মেন্দ্রর দাবি, পড়ুয়াদের মানসিক চাপ কমাতেই এই সিদ্ধান্ত।
আইসিএসই পরীক্ষায় কোনও একটি বিষয়ের ফল খারাপ হলে করোনার সময় থেকে সেই বছরেই আর এক বার ওই পরীক্ষা দেওয়ায় সুযোগ দেওয়া হচ্ছে। এ ভাবে সর্বাধিক দু’টি বিষয়ের পরীক্ষা দেওয়া যায়। সিআইএসসিই বোর্ডের অধীনস্থ ন্যাশনাল ইংলিশ স্কুলের অধ্যক্ষ মৌসুমী সাহা বলেন, “এ বারও সেই সুযোগ পরীক্ষার্থীরা পাবে। আগে নিয়ম ছিল, কোনও একটি বিষয়ে ফেল করলে সেই বছরই ওই পরীক্ষাটি দেওয়ার সুযোগ পেত পরীক্ষার্থীরা।” সিবিএসই পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হলেও মঙ্গলবার ছিল অনেকের প্রথম পরীক্ষা। আজ থেকে শুরু আইসিএসই পরীক্ষা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)