দু’সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণের হার ডায়মন্ড হারবারে অনেকটাই কমে গিয়েছে বলে দাবি জেলাশাসক পি উলগানাথনের। তাঁর দাবি, ২০% থেকে কমে সংক্রমণের হার এখন ১% হয়ে গিয়েছে।
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক’দিন আগে পর্যন্ত শ’দেড়েক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ৭৫ শতাংশ সুস্থ হয়ে গিয়েছেন। বাকিদের বাড়িতে রেখে চিকিৎসা চলছে।
জেলাশাসকের দাবি, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে করোনাকে অনেকটাই কমিয়ে আনা গিয়েছে এই এলাকায়। তিনি মনে করেন ডায়মন্ড হারবারে যে ভাবে করোনার গতি রোধ করা হয়েছে তা দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।