Advertisement
০১ মে ২০২৪

হাত ভেঙে দেওয়ার মন্তব্যে অনড় দিলীপ

ছাত্রদের হাতে ঘেরাও হয়ে থাকা বাবুলকে ছাড়াতে রাজ্যপাল জগদীপ ধনখড় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। তাঁর সেই যাওয়া নিয়ে শাসক দলের সঙ্গে সংঘাত হয়েছে বিস্তর।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।—ফাইল চিত্র।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩২
Share: Save:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে তাঁর উস্কানিমূলক মন্তব্য থেকে সরতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দিলীপবাবু ফরাক্কায় বলেছেন, ‘‘ছাত্রছাত্রীদের সম্পর্কে যা বলেছি ঠিক বলেছি। যারা মন্ত্রীর চুল ধরে টানে, তাদের হাত পা ভেঙে দেওয়াই উচিত। আমি তো হাত পা ভাঙার লোক, ক্ষমার পক্ষে নই। বাবুল সুপ্রিয় শিল্পী মানুষ। ওঁর নরম মন, তাই তিনি ক্ষমা করার কথা বলেছেন। আমি ও সবের পক্ষপাতি নই।’’ যাদবপুরে পড়ুয়াদের হাতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল নিগৃহীত হওয়ার পরে দিলীপ বলেছিলেন, ‘‘ওরা যে ভাষা বোঝে, সে ভাষাতেই ওদের শিক্ষা দেওয়া হবে। হাত ভেঙে দেওয়া হবে। পাকিস্তানে গিয়ে যে ভাবে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, যাদবপুরে ঢুকে দেশদ্রোহী ছাত্রদের ঘাঁটিও সে ভাবেই ধ্বংস করা হবে।’’

ছাত্রদের হাতে ঘেরাও হয়ে থাকা বাবুলকে ছাড়াতে রাজ্যপাল জগদীপ ধনখড় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। তাঁর সেই যাওয়া নিয়ে শাসক দলের সঙ্গে সংঘাত হয়েছে বিস্তর। এ দিনও সেই প্রসঙ্গ টেনেই শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যপাল ভাবছেন এটা বিচারসভা! সাধারণ মানুষ ওঁর এই অতি সক্রিয়তা ভাল চোখে দেখছেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh Jadavpur University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE