১১ বছরের কিশোরের শ্বাসনালিতে আটকে গিয়েছিল পিন। কলকাতা মেডিক্যাল কলেজে দু’ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে তার শ্বাসনালি থেকে পিনটি বার করেন চিকিৎসকেরা। এখনও সে বিপন্মুক্ত নয়। আপাতত এক দিন তাকে ভেন্টিলেশনে রাখা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
কিশোরের নাম অঙ্কন বিশ্বাস। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে তার বাড়ি। তিন-চার দিন আগে তার বুকের বাঁ দিকে ব্যথা শুরু হয়। সঙ্গে কাশি এবং শ্বাসকষ্টও ছিল তার। গত শনিবার কিশোরকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি ওষুধ দেন। তার পরেও সমস্যা না-কমায় সোমবার তাকে বসিরহাট স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বুকের এক্স-রে করে দেখা যায়, বাম দিকে শ্বাসনালিতে একটি পিন আটকে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। মঙ্গলবার ভোরে তাকে আনা হয় সেখানে।
কিশোরের সিটি স্ক্যান করা হয়। তাতে তার শ্বাসনালিতে সেই ধাতব পিনের অস্তিত্ব ধরা পড়ে। চিকিৎসকেরা দেখেন, তার বাম দিকের ফুসফুস চুপসে গিয়েছে। প্রাথমিক ভাবে চিকিৎসার পরে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। দলে ছিলেন নাক, কান, গলা বিভাগের অধ্যাপক দীপ্তাংশু মুখোপাধ্যায়-সহ কয়েক জন। চিকিৎসকেরা জানিয়েছেন, আড়াই সেন্টিমিটার লম্বা পিনটি শ্বাসনালিতে গেঁথে ছিল। অতিরিক্ত রক্তক্ষরণও হয়েছে তার। এই মুহূর্তে ভেন্টিলেশনে পর্যবেক্ষণে রয়েছে অঙ্কন।