Advertisement
E-Paper

জ্যোতিকাণ্ডের জের: স্টেশনে ছবি তোলা, রিল্‌স বানানোয় নিষেধাজ্ঞা, ইউটিউবার এবং ভ্লগারদের সতর্কবার্তা রেলের

নিয়ম অনুযায়ী, স্টেশন বা স্টেশনচত্বরে কোনও ছবি বা ভিডিয়ো তোলা নিষিদ্ধ। পূর্ব রেলের কর্তাদের মতে, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই বিশেষত ইউটিউবার, ভ্লগারদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৭:১৫
Eastern Railway has imposed restrictions on making photos, videos or reels at stations

—প্রতীকী ছবি।

রেলস্টেশনে গিয়ে দেদার ছবি, ভিডিয়ো বা রিল্‌স বানানোর শখ রয়েছে? ইউটিউবার বা ভ্লগাররা প্রায়শই এমন কাজ করে থাকেন। তবে অনেকেই জানেন না, সেই ছবি, ভিডিয়ো বা রিল্‌স তোলা দণ্ডনীয় অপরাধ। কিছু কিছু ক্ষেত্রে আবার নিয়ম-বহির্ভূতও! আর তা না জেনেই ইউটিউবার বা ভ্লগাররা স্টেশনের ছবি, ভিডিয়ো তুলে নিজের সমাজমাধ্যমের পাতা ভরিয়ে দেন। তাতে বয়ে যায় ‘লাইক’, ‘শেয়ার’-এর বন্যাও! যাত্রীদের সুরক্ষার স্বার্থে সেই পুরনো বিধিনিষেধ ফের এক বার মনে করিয়ে দিচ্ছে পূর্ব রেল।

পূর্ব রেলের কর্তাদের মতে, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই বিশেষত ইউটিউবার, ভ্লগারদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। নিয়ম অনুযায়ী, স্টেশন বা স্টেশনচত্বরে কোনও ছবি বা ভিডিয়ো তোলা নিষিদ্ধ। এই বিধিনিষেধগুলো কার্যকর করার জন্য নজরদারি আরও বৃদ্ধি করা হচ্ছে। বিশেষত, বিভিন্ন বড় বড় স্টেশনে বেশি নজরদারি চালানো হচ্ছে বলে খবর পূর্ব রেল সূত্রে।

সম্প্রতি, পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার হন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা। সমাজমাধ্যমেও তাঁর অনুগামীর সংখ্যাও কম নয়। তাঁর বিভিন্ন জায়গার ভিডিয়ো অনেকেরই পছন্দের তালিকায় ছিল। দেশ এবং বিদেশভ্রমণের ছবি, ভিডিয়ো এবং জায়গাগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরতেন তাঁর ইউটিউব চ্যানেলে। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু তাঁর সঙ্গে চরবৃত্তির অভিযোগ জড়িয়ে যেতেই নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও বেশি সতর্ক হচ্ছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই ন’রাজ্যের পুলিশ জ্যোতিকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। জ্যোতি কবে কোথায় গিয়েছিলেন, কাদের সঙ্গে ঘুরেছেন, তাঁদের সম্পর্কেও স্বাভাবিক ভাবেই খোঁজ করছেন তদন্তকারীরা।

তদন্তে জানা গিয়েছে, জ্যোতি পশ্চিমবঙ্গেও এসেছিলেন। কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। শহর থেকে শহরতলিতে গিয়েছিলেন। তুলেছিলেন ভিডিয়ো। তার পরে তা পোস্টও করেন নিজের সমাজমাধ্যমের পাতায়। তাঁর ভিডিয়োর ‘আর্কাইভে’ আছে হাওড়া এবং শিয়ালদহ স্টেশনও। হাওড়া, শিয়ালদহ স্টেশনের ভিডিয়ো তুলেছেন বলে তদন্তে উঠে এসেছে। বিভিন্ন সংবেদনশীল জায়গার ছবি তোলার নেপথ্যে কী অভিসন্ধি ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে জ্যোতিকাণ্ডের পর থেকেই যে স্টেশনগুলিতে নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে এমন নয়, নজরদারি আগেও চলত। তবে জ্যোতির সঙ্গে চরবৃত্তির বিষয়টি জুড়ে যাওয়ায় নজরদারিতে জোর দেওয়া হচ্ছে বলে রেল সূত্রে খবর।

পূর্ব রেল এই বিষয়ে নতুন করে সচেতনতা বৃদ্ধি করছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (ভারপ্রাপ্ত) দীপ্তিময় দত্ত জানান, স্টেশনচত্বরে ছবি, ভিডিয়ো তোলার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। তবে জ্যোতিকাণ্ডের পর থেকে নজরদারি তুলনায় বৃদ্ধি করা হয়েছে। সংবাদমাধ্যমের ক্ষেত্রে ছাড় থাকলেও সাধারণ নাগরিক বা ইউটিউবার বা ভ্লগারদের জন্য স্টেশনে ছবি ভিডিয়ো, তোলা নিষিদ্ধ। বিশেষত ব্যবসায়িক কারণে তো নয়ই।

Eastern Railway reel video Vlogger Photography Security
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy