সুন্দরবনে গণ-পরিবহণকে পরিবেশবান্ধব করে তুলতে পরিকল্পনা শুরু হল। সেই লক্ষ্যে বিধাননগরে বুধবার একটি কর্মশালার আয়োজন করল পরিবেশ এবং উদ্ভাবন নিয়ে কর্মরত দু’টি সংস্থা। সেখানে যোগ দিয়ে একটি প্রকল্পেরও উদ্বোধন করেছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
ওই প্রকল্পে গোসাবা থেকে পাখিরালয়, দয়াপুর, লাহিড়ীপুর, শান্তিগাছি হয়ে সাতজেলিয়ার সুধাংশুপুর পর্যন্ত এলাকায় গণ-পরিবহণকে পরিবেশবান্ধব করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সে জন্য ছ’টি বোট, ২০টি ই-রিকশা ওই পথে নামানো হচ্ছে। ব্যাটারিচালিত ওই যানগুলির জন্য চারটি ‘সোলার স্টেশন’ এবং তা সারাইয়ের জন্য চারটি ‘ওয়ার্কশপ’ তৈরি হবে। এর ফলে আনুমানিক ৬৫ জনের কর্মসংস্থান হবে বলে পরিবেশ সংক্রান্ত কাজে নিযুক্ত সংস্থাটির দাবি।
পরিবেশবান্ধব যান। —নিজস্ব চিত্র।
বিধাননগরের ওই কর্মশালায় বক্তৃতা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জয়শ্রী রায়। বায়ু-দূষণ ও দূষক নির্গমণ সংক্রান্ত বিষয়টি উঠে এসেছে আইআইটি ম্যাড্রাসের অধ্যাপক শচীন এস গুন্ঠের বক্তব্যে। ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান পুনর্বসু চৌধুরী, সুন্দরবন উন্নয়ন পর্ষদ, জেলা পরিষদ, আইআরইডিএ, বন দফতর-সহ নানা দফতরের প্রতিনিধিরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)