এসএসসির নিয়োগ দুর্নীতিতে চাকরি বিক্রি করে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ১ কোটি ২৫ লক্ষ টাকা লাভবান হয়েছেন বলে আদালতে দাবি করল ইডি। শনিবার বিচার ভবনের বিশেষ সিবিআই কোর্টে জীবনকৃষ্ণের জামিনের শুনানিতে ইডি-র আইনজীবী বলেন, ‘‘জীবনকৃষ্ণ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অন্যতম বড় মিডলম্যান। একদিকে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা আয় করেছিলেন তিনি। অন্য দিকে, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরও কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন। সেই চাকরির ব্যবস্থা করেননি, টাকাও ফেরত দেননি।’’
ইডি-র আরও দাবি, নিয়োগ দুর্নীতির টাকা পরিবারের সদস্য এবং আত্মীয়দের নামে বিনিয়োগ করেছেন জীবনকৃষ্ণ। কিছু সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। বাকি সম্পত্তির খোঁজ চলছে। তাই জামিন মঞ্জুর হলে তদন্ত ব্যাহত হবে। যদিও জীবনকৃষ্ণের আইনজীবী বলেন, ‘‘একই মামলায় সিবিআই জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল। সেই মামলায় শীর্ষ আদালত শর্তাধীন জামিন মঞ্জুর করেছে। তারপরেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জীবনকৃষ্ণকে ফের গ্রেফতার করা হয়েছে।’’ তাঁর আরও দাবি, গোড়া থেকেই তদন্তের সহযোগিতা করেছেন জীবনকৃষ্ণ। সম্প্রতি তাঁর বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়েছে। তদন্তের আর কোনও অগ্রগতি নেই। তাই জেলে আটকে রাখারও প্রয়োজন নেই।’’ আগামিকাল, সোমবার পরবর্তী শুনানি বলে কোর্টের খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)