Advertisement
E-Paper

রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, বালু-সহ তিন জনের জামিন খারিজের আর্জি, শুনানি হতে পারে ১২ সেপ্টেম্বর

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রাজ্যে রেশন বিতরণে ব্যাপক দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয়, যাঁকে দলের ভিতরে ও বাইরে অনেকেই ‘বালু’ নামে চেনেন। দীর্ঘ জেরা ও প্রমাণ সংগ্রহের পর তাঁকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৯
ED\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s plea to reject JyotiPriya Mullick and Anisur Rahman\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s bail in ration corruption case, hearing on September 12

জ্যোতিপ্রিয় মল্লিক। — ফাইল চিত্র।

রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান-সহ তিন জনের জামিন বাতিলের জন্য ফের নড়েচড়ে বসল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই দু’টি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে, ফের রাজনৈতিক ভাবে চাঞ্চল্য তৈরি হয়েছে এই মামলাকে ঘিরে। উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ অক্টোবর তৃণমূল নেতা তথা তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রাজ্যে রেশন বিতরণে ব্যাপক দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয়, যাঁকে দলের ভিতরে ও বাইরে অনেকেই “বালু” নামে চেনেন। দীর্ঘ জেরা ও প্রমাণ সংগ্রহের পর তাঁকে গ্রেফতার করা হয়। প্রায় ১৪ মাস তদন্তের পর, চলতি বছরের জানুয়ারিতে আদালতের নির্দেশে তিনি জামিন পান। জামিনে মুক্তি পাওয়ার মাত্র সপ্তাহখানেক পর একই মামলায় অভিযুক্ত তাঁর ঘনিষ্ঠ আনিসুরও জামিনে ছাড়া পান।

কিন্তু জামিনে মুক্তির পর থেকেই অভিযুক্তেরা তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মুক্ত অবস্থায় থাকলে তাঁরা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং মামলার গুরুত্বপূর্ণ নথি নষ্ট বা গোপন করার চেষ্টা করতে পারেন। তাই তাঁদের জামিন বাতিল করার আবেদন জানিয়েছে ইডি। তারা আদালতে জানিয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আর্থিক দুর্নীতির পরিমাণ হাজার কোটি টাকারও বেশি হতে পারে। ফলে অভিযুক্তদের বাইরে রাখা তদন্তে গুরুতর প্রভাব ফেলতে পারে।

আইনজীবী মহল মনে করছে, হাই কোর্টের এই শুনানি মামলার ভবিষ্যতের দিকনির্দেশক হতে চলেছে। কারণ, প্রাক্তন মন্ত্রী এবং শাসকদলের গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ কেবল আইনি নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলছে। রাজ্য-রাজনীতিতে দুর্নীতি ইস্যুতে যখন বিরোধীরা তৃণমূল সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে, তখন ইডির এই পদক্ষেপ ইঙ্গিতবহ হবে বলেই মত বিশেষজ্ঞদের।

আগামী ১২ সেপ্টেম্বর হাই কোর্টের পর্যবেক্ষণের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। ইডির আবেদনে আদালত কী অবস্থান নেয়, সেটাই এখন মূল প্রশ্ন। তবে হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয়র আইনজীবীরা অবশ্য দাবি করেছেন, এখনও মামলা সংক্রান্ত কোনও নথি তাঁরা হাতে পাননি। তবে বিষয়টি তাঁদের নজরে আসার পরেই আইনি পর্যবেক্ষণ শুরু করেছেন। প্রসঙ্গত, জেল থেকে মুক্তি পাওয়ার পরেই কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে বিশ্রামে ছিলেন জ্যোতিপ্রিয়। বর্তমানে আবারও দলীয় কাজে সক্রিয়তা বাড়িয়েছেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্র হাবরায় যাওয়ার পাশাপাশি, সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করেছেন তিনি।

Jyotipriya Mallick ED
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy