এসআইআর পর্ব শুরুর আগেই ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে। শুধু তাঁরা নন, ডেটা এন্ট্রির কাজে যুক্ত আরও এক জনের নামেও একই অভিযোগ ছিল। এই পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সাত দিন কেটে গেলেও এফআইআর দায়ের না-হওয়ায় সংশ্লিষ্ট দুই জেলাশাসককে আবার বিষয়টি মনে করিয়ে দিল কমিশন।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার কাজ যাঁদের তত্ত্বাবধানে চলছিল, সেই দুই ইআরও (নির্বাচনী নিবন্ধন আধিকারিক) এবং দুই এইআরও-র (সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক) বিরুদ্ধে কাজে অনিয়মের অভিযোগ উঠেছিল। এ ছাড়াও সেই তালিকায় ছিলেন ডেটা এন্ট্রির কাজে যুক্ত এক কর্মীও। অভিযোগকে কেন্দ্র করে শোরগোল শুরু হতেই পদক্ষেপ করে কমিশন। তাঁদের সাসপেন্ড (নিলম্বিত) করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রাজ্যের তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকে তাঁদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দেয় কমিশন। দু’বার মনোজকে চিঠিও দেওয়া হয়। কিন্তু তার পরেও নির্দেশ কার্যকর করা না-হওয়ায় সপ্তাহখানেক আগে সংশ্লিষ্ট দুই জেলাশাসক বা ডিইএ-কে এফআইআর করার নির্দেশ দেয় কমিশন।
আরও পড়ুন:
উল্লেখ্য, বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরও হিসাবে কাজ করছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল। ময়না বিধানসভা কেন্দ্রে ওই দুই দায়িত্বে ছিলেন বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস। উল্লিখিত চার আধিকারিকই ডব্লিউবিসিএস অফিসার। দেবোত্তম দক্ষিণ ২৪ পরগনার জেলা গ্রামীণ উন্নয়ন পর্ষদের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসাবে কাজ করেন। তথাগত জয়নগর-১ ব্লকের ১০০ দিনের কাজের প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অফিসার, বিপ্লব পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু বিষয়কের জেলা অফিসার, সুদীপ্ত তমলুক ব্লকের পঞ্চায়েত অ্যাকাউন্ট এবং অডিট অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও, সুরজিৎ হালদার নামে ডেটা এন্ট্রির কাজে যুক্ত কর্মীর বিরুদ্ধে এফআইআর নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন।