সোমবার কমিশন জানিয়েছিল, প্রায় ১০.৩৩ লক্ষ এনুমারেশন ফর্ম অসংগৃহীত রয়েছে। তাঁদের মধ্যে থাকতে পারেন মৃত, স্থায়ী ভাবে ঠিকানা বদল হওয়া, একাধিক ঠিকানায় এক নাম থাকা (ডুপ্লিকেট) এবং অনুপস্থিত ভোটারেরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সেই সংখ্যা হয়েছে প্রায় ২০ লক্ষ। তার মধ্যে প্রায় এক লক্ষ শুধু কলকাতাতেই, দাবি কমিশন সূত্রের। তাঁরা জানাচ্ছেন, ৪ ডিসেম্বরের মধ্যে এঁদের মধ্যে কেউ ফর্ম চেয়ে জমা করতেই পারেন। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পরেও করতে পারেন আবেদন। তবে ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাওয়ার আগে তা না করলে অবশ্য তালিকায় নাম থাকবে না। ফলে এই সংখ্যাকে এখনই বাদ যাওয়া গোত্রে ফেলতে চাইছে না কমিশন। পূর্ব মেদিনীপুরের বিএলও-রা ফর্ম দেওয়া-নেওয়া এবং তথ্য আপলোডের একশো শতাংশ কাজ সব থেকে আগে সেরে নজির গড়েছেন বলে এক্স হ্যান্ডলে দাবি করেছে কমিশন। প্রশাসনের দাবি, বিভিন্ন জেলা মিলিয়ে ৩০ জনের বেশি বিএলও সময়ের আগে সব কাজ সেরে ফেলেছেন। স্থানীয় প্রশাসনের তরফে সংবর্ধনা দেওয়া হচ্ছে তাঁদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)