ফোনে-ফোনে বার্তাটি রটে গেল ক্রমে! শুক্রবার দুুপুরে অনেকের ফোনেই বিশেষ ধরনের বিপদবার্তা এসেছে। সাধারণ মেসেজ নয়, বরং রীতিমতো থরথরিয়ে ফোন কেঁপেছে। মেসেজে থাকা ‘ওকে’ না-টেপা পর্যন্ত ফোন কাঁপতেই থেকেছে।
কেন্দ্রীয় টেলিকম দফতর সূত্রের খবর, দেশজুড়ে বিপদবার্তা পৌঁছনোর মহড়া করছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। এটি তারই মহড়া। তবে আচমকা এই ধরনের মেসেজ আসায় কেউ কেউ বিস্মিত হয়েছেন। অনেকে আশঙ্কিত হয়েছে। সম্প্রতি মোবাইলে একাধিক জালিয়াতির ঘটনা ঘটায় অচেনা মেসেজে ‘ওকে’ টিপতেও সাহস পাননি অনেকে।
এ দিন দুপুরেই যেমন ওয়েলিংটন মার্কেটে এক যুবক ওই বার্তা পেয়েই আশঙ্কিত হয়ে পড়েন। সঙ্গী দোকানিদের বলতে থাকেন, ‘‘কিছু একটা হবে মনে হচ্ছে। আকাশও কেমন মেঘলা।’’ এমন আরও নানা গুজব উড়েছে হাওয়ায়। তবে টেলিকম দফতরের খবর, বিপদের বার্তা যাতে গ্রাহকের নজর না-এড়িয়ে যেতে পারে তাই এমন থরহরি বার্তা পাঠানো হয়েছে। এই পরিকাঠামো তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা সি-ডট।
এই মহড়া অবশ্য এ দিনই প্রথম নয়। কিছু দিন আগে গোটা রাজ্যে এয়ারটেল এবং বৃহত্তর কলকাতা বাদে রাজ্যের বাকি অংশে ভোডোফান আইডিয়ার গ্রাহকদের ক্ষেত্রে পরীক্ষামূলক ভাবে বার্তা পাঠানো হয়েছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)