নবান্ন। —ফাইল চিত্র।
রাজ্যের জন্য নিজস্ব দিবস পালন ও রাজ্য সঙ্গীত ঠিক করা নিয়ে বিধানসভায় প্রতিনিধিত্বের প্রশ্নের বাইরে গিয়ে সর্বদল বৈঠকে বিভিন্ন দলকে আমন্ত্রণ জানাচ্ছে রাজ্য সরকার। আগামী ২৯ অগস্ট নবান্ন সভাঘরে প্রত্যেক স্বীকৃত রাজনৈতিক দলের ডাক পাওয়ারই সম্ভাবনা বলে সূত্রের খবর। সরকারি সূত্রের বক্তব্য, ২০ জুনকে ‘পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস’ হিসাবে চিহ্নিত করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ওই দিন রাজভবনে অনুষ্ঠানও করা হয়েছে। যদিও তাতে সরকারের আপত্তি রয়েছে। ‘বাংলা দিবস’ হিসেবে কোন দিনকে বেছে নেওয়া যায়, তা নিয়ে ইতিমধ্যেই একটি কমিটি গড়েছে সরকার পক্ষ। এর পাশাপাশি, ২৯ অগস্ট প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তাদের প্রস্তাব জানতে চায় রাজ্য। নবান্ন সূত্রের দাবি, বিষয়টি ‘চাপিয়ে’ দেওয়ার উদ্দেশ্য নেই সরকারের। বরং, প্রত্যেকের মতামত জেনেই পদক্ষেপে আগ্রহী তারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য ওই বৈঠক প্রসঙ্গে বলেছেন, ‘‘পঞ্চায়েত ভোটকে ঘিরে শাসক দল বিরোধীদের উপরে যে ভাবে অত্যাচার করেছে, গণতন্ত্র হত্যা করেছে, হাতে রক্ত লেগে থাকা সেই সরকারের সঙ্গে আলোচনায় বসা উচিত নয়। তবে এটা আমার ব্যক্তিগত মত। দল আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy