উদয়পুরে কংগ্রেসের সদ্য অনুষ্ঠিত নবসঙ্কল্প চিন্তন শিবিরে প্রস্তাব গৃহীত হয়েছে, দলের কোনও পদে পাঁচ বছরের বেশি কেউ থাকতে পারবেন না। পদ ছেড়ে দিতে হবে নতুনদের জন্য। সেই নীতি মেনে বাংলার কংগ্রেসে প্রথম পদত্যাগের ঘটনা ঘটল মঙ্গলবার। প্রদেশ কংগ্রেসের আইন, আরটিআই এবং মানবাধিকার শাখার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন আইনজীবী ঋজু ঘোষাল। এআইসিসি-র সংশ্লিষ্ট বিভাগের প্রধানকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। পদত্যাগের চিঠিতে ঋজু লিখেছেন, ২০১৭ সাল থেকে তিনি প্রদেশ কংগ্রেসের ওই শাখার চেয়ারম্যান পদে আছেন। যদিও আগামী অক্টোবরে তাঁর পাঁচ বছর পূর্ণ হবে, তবু চিন্তন শিবিরে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবের প্রেক্ষিতে এখনই তিনি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। ঋজুর বক্তব্য, ‘‘চিন্তনের সিদ্ধান্ত অনুযায়ী বাংলায় শুরুটা আমিই করলাম। অব্যাহতি নিলাম আমার পদ থেকে। দলের সিদ্ধান্তই সর্বাগ্রে। কংগ্রেসের সৈনিক হয়ে লড়াই চালিয়ে যেতে আমি অঙ্গীকারবদ্ধ।’’ আইন ও মানবাধিকার শাখার চেয়ারম্যান হিসেবে তাঁর নাম প্রস্তাব করার জন্য তৎকালীন (প্রথম দফা) তথা বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও ধন্যবাদ জানিয়েছেন ঋজু। জেলা সভাপতি পদে দীর্ঘ দিন থাকা শঙ্কর মালাকার, নেপাল মাহাতোরা এর পরে কী করেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে।