Advertisement
০২ মে ২০২৪

সবংয়ে ছাত্র খুনে অভিযুক্ত পাঁচ জনের জামিন

সবংয়ের সজনীকান্ত মহাবিদ্যালয়ের ছাত্র খুনের ঘটনায় অভিযুক্ত পাঁচ জন বুধবার জামিন পেল কলকাতা হাইকোর্ট থেকে। হাইকোর্টের বিচারপতি অসীম রায় ও বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনানের ডিভিশন বেঞ্চ ওই পাঁচ জনের জামিনের আবেদন মঞ্জুর করলেও, খুনের ঘটনায় অন্য অভিযুক্ত পল্টু ওঝা-কে জামিন দেয়নি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মে ২০১৬ ২১:২০
Share: Save:

সবংয়ের সজনীকান্ত মহাবিদ্যালয়ের ছাত্র খুনের ঘটনায় অভিযুক্ত পাঁচ জন বুধবার জামিন পেল কলকাতা হাইকোর্ট থেকে।

হাইকোর্টের বিচারপতি অসীম রায় ও বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনানের ডিভিশন বেঞ্চ ওই পাঁচ জনের জামিনের আবেদন মঞ্জুর করলেও, খুনের ঘটনায় অন্য অভিযুক্ত পল্টু ওঝা-কে জামিন দেয়নি। অসীম মাইতি নামে আরও এক অভিযুক্তের আইনজীবী এ দিন তাঁর মক্কেলের জামিনের আবেদন প্রত্যাহার করে নেন।

এ দিন যাঁরা জামিন পেলেন, তাঁরা হলেন ছাত্র পরিষদের সৌমেন গঙ্গোপাধ্যায়, অনুপম আদক ও সুদীপ পাত্র। বাকি দু’জন তৃণমূল ছাত্র পরিষদের। তাঁদের নাম সানোয়ার আলি ও শেখ মুন্না আলি।

পুলিশ জানায়, ছাত্র খুনের ঘটনায় খুন-সহ সাক্ষ্যপ্রমাণ লোপাট, ভীতি প্রদর্শন, মারধর, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে পাঁচ জনের বিরুদ্ধে।

গত বছর ৭ অগস্ট সবংয়ের সজনীকান্ত মহাবিদ্যালয়ে ছাত্র পরিষদের কর্মী কৃষ্ণপ্রসাদ জানাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পরে প্রথমে কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ জানান ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌমেন গঙ্গোপাধ্যায়। অধ্যক্ষ সেই অভিযোগপত্রই পুলিশের কাছে পাঠিয়ে দেন। তার ভিত্তিতেই খুনের মামলা রুজু করে পুলিশ। তার ভিত্তিতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী শেখ মুন্না আলি, সানোয়ার আলি ও অসীম মাইতিকে গ্রেফতার করে পুলিশ। তার পরে গ্রেফতার করা হয় ছাত্র পরিষদের সৌমেন গঙ্গোপাধ্যায়, পল্টু ওঝা, সুদীপ পাত্র ও অনুপম আদককে।

ওই ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে বুঝিয়ে দেন, ‘ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।’ মুখ্যমন্ত্রীর বক্তব্যে সায় দেন পশ্চিম মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষও। গত ১৭ সেপ্টেম্বর মেদিনীপুর সিজেএম আদালতে মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটেও ‘ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব’-র তত্ত্বকেই কার্যত মান্যতা দেওয়া হয় বলে অভিযোগ। চার্জশিটে ১৯ জন ছাত্র পরিষদ কর্মী-সহ মোট ২১ জনের নাম রয়েছে। চার্জশিট থেকে অসীম মাইতির নাম বাদ দেওয়া হয়।

তিন অভিযুক্তের আইনজীবী উত্তম মজুমদার তাঁর মক্কেলদের জামিনের সওয়াল করতে গিয়ে এ দিন আদালতে বলেন, কৃষ্ণপদ জানা খুনের ঘটনায় সবং থানায় অভিযোগ জানিয়েছিলেন কলেজের ছাত্র পরিষদ পরিচালিত সংসদের সাধারণ সম্পাদক সৌমেন গঙ্গোপাধ্যায়। পুলিশ উল্টে তাঁকেই গ্রেফতার করে। তা থেকেই বোঝা যায়, রাজনৈতিক উদ্দেশ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দয়ের হয়েছে। আদালতে আইনজীবীর অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ অফিসার ভারতী ঘোষ শাসক দলের নির্দেশেই ছাত্র পরিষদের কর্মীদের এই মামলায় জড়িয়েছে। উত্তমবাবু আরও জানান, ঘটনার পরে দশ মাস পেরিয়ে গিয়েছে। মামলার চার্জশিটও পেশ করেছে পুলিশ। তিন অভিযুক্তই ছাত্র। তাঁদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই মামলায় অভিযুক্তদের জেলে বন্দি রেখে বিচার করার প্রয়োজনও নেই বলে উত্তমবাবু সওয়াল করেন।

সানোয়ারদের আইনজীবী দেবাশিস রায় ও সঞ্জীব দাঁ জামিনের আবেদন জানিয়ে বলেন, অভিযুক্তরা ছাত্র। তাঁরা লেখাপড়া করছেন। তা ছাড়া, অভিযুক্তদের কাছ থেকে নতুন কোনও তথ্যপ্রমাণও জোগাড় করতে পারেনি পুলিশ। সেই কারণেই তাঁদের জেলে আটকে রাখারও কোনও প্রয়োজন নেই।

ছেলে জামিন পাওয়ায় খুশি সুদীপের বাবা তাপস পাত্র। তিনি বলেন, ‘‘পুলিশ সুপার আমার ছেলেকে মিথ্যা মামলায় জড়ান। ওর ভবিষ্যৎ নষ্ট হল।’’ একই ভাবে সৌমেনের কাকা তপন গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ছেলেটা পরীক্ষা দিতে পারল না। আমরা আদালতের ওপর ভরসা করেছিলাম। সত্যের জয় হয়েছে।’’

ভাই জামিন না পাওয়ায় মন খারাপ পল্টুর দাদা নির্মল ওঝার। তিনি বলেন, ‘‘ঘটনার সিসিটিভি ফুটেজের একটি অংশে পল্টুকে দেখা গিয়েছিল। যদিও খুনের সময়ের সিসিটিভি ফুটেজ পুলিশ দেখাতে পারেনি। পুলিশ আমার ভাইকে মূল অভিযুক্ত হিসেবে দেখিয়ে ফাঁসিয়েছে।’’

অসীমের মা সন্ধ্যা মাইতি জানান, তাঁর ছেলেকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আগামী দু’-এক দিনের মধ্যেই নিম্ন আদালতে তাঁরা আবেদন করবেন।

সবংয়ের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়ার বক্তব্য, ‘‘দীর্ঘ দিন পরে পাঁচ জন জামিনে ছাড়া পেল। পল্টুর জামিনের জন্যও আদালতে ফের আবেদন করা হবে।” সবংয়ের তৃণমূল নেতা অমূল্য মাইতি বলেন, “সকলেই ছাত্র। মানস ভুঁইয়ার নীতিহীন রাজনীতির কারণে এই ছাত্রগুলির শিক্ষাজীবন নষ্ট হয়ে যাচ্ছিল। আদালতের রায়ে তাঁরা জামিন পাওয়ায় আমরা খুশি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murder police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE