Advertisement
E-Paper

জঙ্গলমহলের ছাত্র-ছাত্রীদের পথ দেখাবেন প্রাক্তন আমলা

ঝাড়গ্রাম রাজ কলেজ ফিজিক্স অ্যালামনি অ্যাসেসিয়েশনের উদ্যোগে আগামী ১ অগস্ট জঙ্গলমহলের পড়ুয়াদের জন্য একটি ‘কেরিয়ার গাইডেন্স’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৪:২৪
আর এ ইজরায়েল। নিজস্ব চিত্র

আর এ ইজরায়েল। নিজস্ব চিত্র

এবার জঙ্গলমহলের পড়ুয়াদের আইএএস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে ওয়েবিনারে পরামর্শ দেবেন ঝাড়গ্রামের প্রাক্তন মহকুমাশাসক আর এ ইজরায়েল।

ঝাড়গ্রাম রাজ কলেজ ফিজিক্স অ্যালামনি অ্যাসেসিয়েশনের উদ্যোগে আগামী ১ অগস্ট জঙ্গলমহলের পড়ুয়াদের জন্য একটি ‘কেরিয়ার গাইডেন্স’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জঙ্গলমহলের পড়ুয়াদের জন্য এই প্রথমবার এমন কর্মসূচিতে আইএএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন ইজরায়েল। ওই দিন দুপুরে ইউটিউবে ইজরায়েলের পাশাপাশি, পুলিশ আধিকারিক, আইআইটি-র অধ্যাপকদের মতো বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরাও ‘কেরিয়ার গাইডেন্স’ নিয়ে আলোচনা করবেন। তবে ওই কর্মসূচির মূল আকর্ষণ হলেন ইজরায়েল। উদ্যোক্তারা তাঁকে মেল করে প্রস্তাব দিতেই তিনি রাজি হয়ে গিয়েছেন। ১ অগস্ট তিন ঘণ্টার ওয়েবিনারে লাইভে হাজির থাকবেন বলে উদ্যোক্তাদের আশ্বস্ত করেছেন ইজরায়েল। প্রাক্তন আইএএস ইজরায়েল এখন আইএএস গড়ার কারিগর।

২০০৪ ব্যাচের আইএএস ইজরায়েল। ২০০৬ সালে প্রথম পোস্টিং ছিল তৎকালীন অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার মহকুমাশাসক হিসেবে। তিনিই প্রথম ঝাড়গ্রাম মহকুমায় চালু করেছিলেন ‘আপনার দুয়ারে প্রশাসন’ কর্মসূচি। নিজে প্রত্যন্ত গ্রামে গিয়ে শুনতেন মানুষের অভাব-অভিযোগ। ২০০৮ সালে তিনি পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক হন। জঙ্গলমহলে শুরু হয় মাওবাদী আন্দোলন। আচমকা ২০০৯ সালের মার্চে চাকরি ছেড়ে চেন্নাইয়ে ফিরে যান ইজরায়েল। পরে চেন্নাইয়ে আইএএস কোচিং অ্যাকাডেমি চালু করেন। সেই অ্যাকাডেমির ডিরেক্টর তিনি। তাঁর সংস্থায় প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে বহু তরুণ-তরুণী আইএএস পরীক্ষায় সফল হয়ে এখন প্রশাসনিক পদে রয়েছেন।

চেন্নাইয়ে থাকলেও ঝাড়গ্রামকে ভোলেননি ইজরায়েল। গত এপ্রিলে লকডাউনে চেন্নাইয়ের আলপাক্কমের অষ্টলক্ষ্মীনগরে আটকে পড়েছিলেন ঝাড়গ্রাম জেলার জনা চল্লিশ পরিযায়ী শ্রমিক। বিষয়টি জানতে পেরেই তাঁদের জন্য খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দিয়েছিলেন ইজরায়েল। পরে ঝাড়গ্রামে ফেরার জন্য বাসেরও ব্যবস্থা করে দেন তিনি। ঝাড়গ্রাম রাজ কলেজ ফিজিক্স অ্যালামনি অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বরূপকুমার ঘোষ বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ নিয়ে দিশা দেখাতেই এই উদ্যোগ। ইজরায়েল সাহেবকে মেল করে আমরা প্রস্তাব দিতেই তিনি রাজি হয়ে গিয়েছেন। তিনি আইএএস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে ওই দিন বিস্তারিত পরামর্শ দেবেন।’’ আয়োজক সংগঠনের অন্যতম কর্মকর্তা পেশায় শিক্ষক সোমেন মণ্ডল বলেন, ‘‘প্রায় একযুগ পরেও এখনও ঝাড়গ্রামবাসীর হৃদয়ে রয়েছেন ইজরায়েল সাহেব। তিনি ওয়েবিনারে আসছেন শুনে বহু পড়ুয়া তাঁর কথা ও পরামর্শ শুনতে উৎসাহী।’’ ইজরায়েল বলছেন, ‘‘জঙ্গলমহলের পড়ুয়ারাও চেষ্টা করলে অবশ্যই আইএস পরীক্ষায় সফল হতে পারবেন। তাঁদের পরামর্শ দিতে ওই দিন ওয়েবিনারে হাজির হচ্ছি।’’

Jangalmahal R A Israel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy