প্রয়াত হয়েছেন প্রাক্তন আইএসএস এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন, ‘বিতর্কিত’ বিধায়ক দীপক ঘোষ (৮৭)। তাঁর পরিবার সূত্রের খবর, দীপকের মৃত্যু হয়েছে শুক্রবার। তাঁর মরদেহ আপাতত রাখা হয়েছে শহরের একটি শব সংরক্ষণাগারে। প্রাক্তন বিধায়কের ছেলে ও মেয়ে আছেন। মেয়ে শহরে পৌঁছনোর পরে সোমবার তাঁর শেষকৃত্য হওয়ার কথা। আমলা হিসেবে জেলা ও রাজ্য প্রশাসনে নানা দায়িত্ব সামলানোর পরে তৎকালীন বিরোধী দল তৃণমূলে যোগ দিয়ে মহিষাদল থেকে বিধায়ক হয়েছিলেন দীপক। পরে যাদবপুর বিধানসভা কেন্দ্রে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে এবং মেদিনীপুর লোকসভা আসনে সিপিআইয়ের প্রবোধ পণ্ডার (অধুনা প্রয়াত) বিরুদ্ধে লড়ে হেরে গিয়েছিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ও জীবন নিয়ে দীপকের লেখা বই প্রবল বিতর্ক তৈরি করেছিল। তৃণমূলের তরফে মুকুল রায় মানহানির মামলা করেছিলেন, আদালতে ১২ বছর গড়িয়ে গেলেও সে মামলার নিষ্পত্তি হয়নি। দীপকের ওই বই থেকে উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ করার জেরে গ্রেফতার হয়েছিলেন কংগ্রেসের আইনজীবী-নেতা কৌস্তভ বাগচী। সেই ঘটনাতেও কৌস্তভের পক্ষে দাঁড়িয়েছিলেন প্রবীণ দীপক। তাঁর শেষকৃত্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বর্তমানে বিজেপি নেতা কৌস্তভের উপস্থিত থাকার সম্ভাবনা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)