বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব নিয়ে এ বার খোঁচা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। গত সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের প্রাক্তন সাংসদের দাবি, পাঁচ মাস আগে বিজেপি ছাড়ার সময় তিনি যা বলেছিলেন, এখন সেটাই প্রমাণিত হচ্ছে।
বিজেপি থেকে সাময়িক ভাবে বরখাস্ত হওয়া জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারির মঙ্গলবারের সাংবাদিক বৈঠকের পর জোড়া টুইট করেন বাবুল। প্রথম টুইটে তিনি লেখেন, ‘‘যাই হোক না কেন, পাঁচ মাস আগে পশ্চিমবঙ্গের বিজেপি সম্পর্কে আমি যা বলেছিলাম, এখন সাংবাদিক বৈঠকে তার প্রতিধ্বনী শোনা যাচ্ছে। অজন্তা সার্কাসের পূর্ববর্তী ‘রিং মাস্টার’ দিয়ে শুরু হয়েছিল অপরিপক্ক, অকথ্য, অনভিজ্ঞ জোকারদের উত্থান। দেখতে থাকুন, গণ-প্রত্যাখ্যানের পরিণতিতে বিজেপি দ্রুত পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত হবে।’