ফসলের ন্যায্য দাম, কৃষক কল্যাণে সার্বিক কৃষি আইন, বন্যা কবলিত এলাকায় চাষিদের ক্ষতিপূরণ, ভূমি দফতরের ‘দুর্নীতি’ দূর করার দাবিকে সামনে রেখে মঙ্গলবার ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন অগ্রগামী কিষাণ সভা রাজভবন অভিযান করল। সেই সঙ্গে আর জি কর-কাণ্ডে দ্রুত বিচারেরও দাবি জানান কৃষক নেতৃত্ব।
ফ ব-র রাজ্য দফতর হেমন্ত বসু ভবনের সামনে থেকে এ দিন ধর্মতলা পর্যন্ত মিছিল করেন সংগঠনের নেতা-কর্মীরা। পরে সংগঠনের প্রতিনিধিরা রাজভবনে গিয়ে দাবিপত্র দিয়েছেন। কর্মসূচিতে যোগ দিয়েছিলেন গোবিন্দ রায়, ফরিদ মোল্লা-সহ সংগঠনের নেতা-নেত্রীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)