অবশেষে জামিন হল। কিন্তু, ফের জেলেই যেতে হল সাত্তোরের নির্যাতিতার স্বামী-সহ চার অভিযুক্তকে। পুলিশকে বোমা ছোড়ার মামলায় জামিন পেয়েছিলেন নির্যাতিতা ও তাঁর শাশুড়ি। শুক্রবার ওই মামলায় জামিন পান বাকি চার ধৃত। তবে, পাড়ুই এলাকায় আরও কিছু অপরাধমূলক ঘটনায় পুলিশ এ দিনই তাঁদের গ্রেফতার দেখানোয় ফের জেল হাজতে যেতে হল চার জনকে। হতাশ নির্যাতিতার প্রতিক্রিয়া, ‘‘প্রথম থেকেই বলেছি, মিথ্যা অভিযোগে আমাদের ধরেছিল পুলিশ। তাই জামিন হতই। ভেবেছিলাম পরিবারের সঙ্গে ইদ কাটাব। কিন্তু তা আর হল না!’’।