বিশ্ব দরবারে সমাদর পেয়েছে তাঁর ‘কন্যাশ্রী’। স্বীকৃতি পেয়েছে তাঁর ‘বিশ্ব বাংলা’ লোগো। এ বার মমতা বন্দ্যোপাধ্যায়েরই তৈরি করে দেওয়া ‘বঙ্গালি’ লোগো নিয়ে নতুন উড়ান শুরু হচ্ছে লিলুয়া হোমের মেয়েদের।
মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া ‘লোগো’ ও ‘ব্র্যান্ড নেম’ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের প্রশিক্ষণকে সম্বল করে দেশ-বিদেশের বিস্তৃত পরিসরে নিজেদের তৈরি জিনিস নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন ওই হোমের আবাসিকেরা। তৈরি করতে চলেছেন নতুন পরিচয়। মুঠোয় ভরে নিতে চাইছেন অগাধ আত্মবিশ্বাস। তাঁদের মধ্যে অনেক বাংলাদেশি তো আছেনই। রয়েছেন জনা পনেরো রোহিঙ্গা কিশোরী-যুবতীও।
প্রশিক্ষণ কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন হোমের মেয়েদের হাতের কাজ শেখানো হয়। বিষয়টিকে এত ছোট জায়গায় আটকে না-রেখে বছর দেড়েক আগে একটু অন্য ভাবে ভেবেছিল সমাজকল্যাণ দফতর এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশন। যোগাযোগ করেছিল বিবি রাসেলের সঙ্গে। তিনি এক কথায় সম্মতি জানান। আট মাস ধরে প্রশিক্ষণ দিয়েছেন মেয়েদের। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীর কথায়, ‘‘মাসখানেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লিলুয়া হোমে বিবি রাসেলের তত্ত্বাবধানে আবাসিকদের তৈরি জিনিসের বিপণনের জন্য ‘ব্র্যান্ড নেম’ ঠিক করে দিয়েছেন— ‘বঙ্গালি’। নিজেই এঁকে দিয়েছেন ব্র্যান্ডের লোগো।’’